শিরোনাম
Home / রাজনীতি / স্বতন্ত্র প্রার্থী মানেই ডামি, যাদের নলও নাই গুলিও নাই-জনপ্রশাসন প্রতিমন্ত্রী

স্বতন্ত্র প্রার্থী মানেই ডামি, যাদের নলও নাই গুলিও নাই-জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ঘোষণা ডেস্ক : জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন বলেছেন, স্বতন্ত্র প্রার্থী মানেই আওয়ামী লীগের ডামি ক্যান্ডিডেট, যাদের নলও নাই, গুলিও নাই। সেটি ফুটবেও না, কারো ক্ষতিও করবে না। একটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্যই তাদের দলের পক্ষ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাখা হয়েছে যাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ বিজয়ী না হয়।

বুধবার (২৮ নভেম্বর) বিকেলে মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশে প্রচুর উন্নয়ন হয়েছে। আগামীতে আমাদের মেহেরপুর জেলা নিয়ে অনেক পরিকল্পনা আছে। সেটি ইশতেহারের মাধ্যমে সাংবাদিকদের জানানো হবে।

Check Also

আছিয়ার মৃত্যুতে শোক জানিয়ে দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার

ঘোষণা ডেস্ক :মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে এসে নির্যাতনের শিকার ৮ বছর বয়সী শিশু আছিয়া মারা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *