নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি ভূমিদস্যু চক্রকে জোরপূর্বক ভূমি জবরদখলে সহায়তার অভিযোগে সার্কেল(এএসপি) এবং সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে ও প্রতিকারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী অসহায় পরিবার। বুধবার (৫ জুন) বেলা ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সুলতান আহমেদ হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন প্রবাসী মো: নূরুন্নবীর স্ত্রী নূর নাহার বেগম মিনু।
লিখিত বক্তব্যে তিনি বলেন, রাঙ্গুনিয়া থানাধীন বেতাগী ইউনিয়নের মধ্য বেতাগীস্থ আব্দুস শুক্কুর মাষ্টার বাড়ীর প্রবাসী মো: নূরুন্নবীর পৈতৃক সূত্রে প্রাপ্ত জমির মধ্যে ১১ শতক জমি নিয়ে পার্শ্ববর্তী ভূমিদস্যু কামাল উদ্দীন প্র: হানিফ এবং খোকন কন্ট্রাক্টর গং এর সাথে ২০২১ সাল থেকে বিরোধ চলে আসছে। প্রতিপক্ষ একটি জাল খতিয়ান সৃজনের মাধ্যমে জমি দখলের অপচেষ্টায় লিপ্ত হলে এই বিরোধের সৃষ্টি হয়। সেই বিরোধ সামাজিকভাবে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়ে স্থানীয় চেয়ারম্যান কুতুব সাহেবের নিকট গেলে তিনি গড়িমসির মাধ্যমে কালক্ষেপণ করে। চেয়ারম্যানের কাছে কোন প্রতিকার না পেয়ে প্রবাসী মো: নুরুন্নবী বাদী হয়ে চট্টগ্রাম ৩য় যুগ্ম জেলা জজ আদালতে অপর মামলা দায়ের করেন, যার নং ৪৯৮/২০২৩। উক্ত মামলায় আদালত প্রতিপক্ষকে বেআইনি প্রবেশে নিষেধাজ্ঞা প্রদান করেন। আদালতের নিষেধাজ্ঞায় প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে মো: কামাল উদ্দীন প্র: হানিফের নির্দেশে ২০২৪ সালের প্রথম দিকে খোকন কন্ট্রাক্টরের নেতৃত্বে মো: জসীম উদ্দীন, খোকন মিয়াজী, মাহমুদা বেগম কাজলী, রেজাউল করিম ও খোকন মির্জা বহিরাগত ভাড়াটে সন্ত্রাসী এনে উক্ত জায়গা দখলে নেওয়ার পাঁয়তারা করে।
বিষয়টি রাঙ্গুনিয়া থানার ওসিকে অবগত করলে তিনি অজানা কারণে সাবেক চেয়ারম্যান কুতুবকে শালিসের দায়িত্ব প্রদান করেন। কুতুব শালিসের নামে উভয় পক্ষ থেকে ৬০ হাজার টাকা জামানত নিয়ে উল্টো প্রতিপক্ষকে জমি দখলে সহযোগিতা করেন। খোকন কন্ট্রাক্টর সাবেক চেয়ারম্যান কুতুবের ভায়রাভাই হওয়ায় তাদের জন্য প্রতিনিয়ত ক্ষমতার অপব্যবহার করে যাচ্ছেন। আদালতের নিষেধাজ্ঞা থাকার পরেও প্রতিপক্ষ নির্মাণাধীন ভবনের জন্য রাখা ইট ও ফাউন্ডেশন পিলারের সব রড কেটে নিয়ে যায়। এই বিষয়ে গত ০২/০৪/২০২৪ইং তারিখে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ প্রদান করলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রাঙ্গুনিয়া সার্কেলকে (এএসপি) নির্দেশ দেন। কিন্তু সার্কেল কোন ব্যবস্থা না নিয়ে প্রতিপক্ষকে পরোক্ষভাবে সহযোগিতা করে যাচ্ছেন। এতে ভূমিদস্যুরা আরো বেপরোয়া হয়ে বাউন্ডারি নির্মাণ করে সম্পূর্ণ বিরোধীয় জমি দখলে নিয়েছে।
প্রতিনিয়ত তাদের হুমকি-ধমকিতে অতিষ্ঠ, ভীত ও নিরূপায় হয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিভাগীয় কমিশনার, আইজিপি, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এই অসহায় পরিবার।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবাসী মো: নুরুন্নবীর ভগ্নিপতি আব্দুল হাকিম, বোন মনোয়ারা বেগম এবং রুবি আক্তার।