শিরোনাম
Home / অপরাধ / চট্টগ্রামে স্বাস্থ্য সহকারী পদে বন্ধুর হয়ে প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে কারাগারে যুবক

চট্টগ্রামে স্বাস্থ্য সহকারী পদে বন্ধুর হয়ে প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে কারাগারে যুবক

বিশেষ প্রতিনিধি :চট্টগ্রামে স্বাস্থ্য সহকারী পদে বন্ধুর হয়ে প্রক্সি পরীক্ষা দেওয়ার সময় আবদুর রউফ মিয়া নামে এক যুবককে আটক করে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৩ মে) সকালে নগরের ওমরগণি এমইএস কলেজ থেকে এ পরীক্ষার্থীকে আটক করে চট্টগ্রাম জেলা প্রশাসন। কেন্দ্রের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা জান্নাত বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার সকালে স্বাস্থ্য সহকারী নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা চলাকালীন মো. আব্দুর রউফ নামে ওই পরীক্ষার্থীর আচরণ সন্দেহজনক হয়। পরে তার প্রবেশপত্রসহ যাবতীয় কাগজপত্র দেখেন এনএসআই সদস্যরা। এ সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপরাধ স্বীকার করলে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

তিনি বলেন, আব্দুর রৌফের বাড়ি গাইবান্ধা জেলায়। মূলত সেখান থেকেই প্রক্সি দিতে এসে হাতেনাতে ধরা পড়েন তিনি।

ওমরগণি এমইএস কলেজের অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলম বলেন, বন্ধুর হয়ে পরীক্ষা দিতে আসায় এক ভুয়া পরীক্ষার্থীকে গ্রেপ্তার করেছে প্রশাসন। পরে তাকে এক মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

Check Also

সিডিএর নতুন চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান হিসেবে আগামী ৩ বছরের জন্য নিয়োগ পেয়েছেন প্রকৌশলী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *