শিরোনাম
Home / অপরাধ / বরগুনায় সাংবাদিক সম্মেলন ফেসবুকে লাইভ করায় ৩ সাংবাদিকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

বরগুনায় সাংবাদিক সম্মেলন ফেসবুকে লাইভ করায় ৩ সাংবাদিকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

ঘোষণা ডেস্ক :বরগুনার পাথরঘাটা প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ করায় ৩ সাংবাদিকসহ ৬ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে। রোববার (২৮ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার পরিদর্শক (তদন্ত) সাইফুজ্জামান।

আল মামুন নামের এক ব্যক্তির পাওয়ার অব অ্যাটর্নি নিয়ে তার চাচাতো ভাই লিটন হাওলাদার এ মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন- সংবাদ সম্মেলনকারী ভুক্তভোগী আসমা আক্তার, চরদুয়ানী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মজিবর রহমান, আজকের পত্রিকার পাথরঘাটা প্রতিনিধি তারিকুল মোল্লা ও অলি উল্লাহ নামে এক যুবক।

পাথরঘাটার সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, আল মামুন নামে এক প্রবাসী ভুক্তভোগী আসমার স্বামী মনিরকে সৌদি আরব নিয়ে যায়। এরপর থেকে আসমার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ হয়। পরে মামুন দেশে এসে আসমাকে বিভিন্ন অনৈতিক কাজের প্রস্তাব দেন। আসমা এ প্রস্তাবে রাজি না হওয়ায় তার স্বামী মনিরকে সৌদি আরবে বসে মামুনের লোকজন জিম্মি করে নির্যাতন করে। এ ছাড়া আসমাকে তালাক দিতে চাপ প্রয়োগ করে।

পরে মামুন দেশে এসে সৌদী আরবে জিম্মি রাখা মনিরকে হত্যা করার ভয় দেখিয়ে আসমাকে এক মাস আটকে রেখে ধর্ষণ করে। পরবর্তীতে আসমাকে তালাক দিতে মনিরকে দেশে পাঠায় মামুন। মনির তার স্ত্রী আসমাকে তালাক না দেওয়ায় বিভিন্ন জেলায় মনির ও আসমার বিরুদ্ধে ১৩টি মামলা দায়ের করায় আল মামুন। এর একটি মামলায় গত ফেব্রুয়ারি মাসে গ্রেপ্তার হয় মনির।

এতে অতিষ্ঠ হয়ে গত ৮ ফেব্রুয়ারি পাথরঘাটা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী আসমা। এই সংবাদ সম্মেলনের জের ধরে সাংবাদিকসহ ছয়জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা করান আল মামুন। ওই সময় আরও বেশ কয়েকজন সাংবাদিককেও মামলার হুমকি দেন তিনি।

এদিকে পাথরঘাটার তিন সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পাথরঘাটা প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, সাধারণ সম্পাদক জাফর ইকবাল ও পাথরঘাটা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জয় বিশ্বাস ও আরিফ তাওহীদ। অতি শিগগিরই এ মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা।

পাথরঘাটা প্রেস ক্লাবে সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, ভুক্তভোগীরা প্রেস ক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলন করবেন। তাতে সাংবাদিকরা বিভিন্ন মাধ্যমে প্রচার করবে। যদি সাংবাদিকরা ভুক্তভোগীদের অভিযোগ প্রকাশ করায় মামলার শিকার হন তাহলে সাংবাদিকদের নিরাপত্তা কোথায়? অতি শিগগিরই সাইবার ট্রাইব্যুনাল আইন বাতিলসহ এ মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।

পাথরঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুজ্জামান জানান, চলতি মাসের ৪ তারিখে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি তদন্তের জন্য আদালত কর্তৃক পাথরঘাটা থানায় প্রেরণ করা হয়েছে।

Check Also

র‌্যাবে আয়নাঘর ছিল, কমিশনের নির্দেশে সেভাবেই রাখা হয়েছে: ডিজি

ঘোষণা ডেস্ক :র‌্যাবে বহুল আলোচিত আয়নাঘর ছিল বলে জানিয়েছেন সংস্থাটির নতুন মহাপরিচালক অতিরিক্ত আইজিপি একেএম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *