শিরোনাম
Home / জাতীয় / সব খাতে ভর্তুকি থেকে সরে আসার নির্দেশ প্রধানমন্ত্রীর

সব খাতে ভর্তুকি থেকে সরে আসার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঘোষণা ডেস্ক : বিদ্যুৎ ও পানিতে ভর্তুকি থেকে সরে আসার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি তিনি অন্য খাতগুলোতেও ভর্তুকি কমাতে বলেছেন। বিদ্যুৎ ও পানির দাম গ্রাহকের আয় ও এলাকা অনুযায়ী নির্ধারণের নির্দেশনা দিয়েছেন সরকারপ্রধান।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শেষে প্রধানমন্ত্রীর অনুশাসনগুলো তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরিকল্পনামন্ত্রী বলেন, রাজধানীতে উঁচু ভবন নির্মাণে সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী। উঁচু ভবনের কারণে বিমান চলাচলে যেন সমস্যা না হয়। এ ছাড়া মহাসড়কের সংস্কারে টোল আদায় করে তহবিল গঠনেরও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি রাস্তার পাশে জলাধার রাখতে বলেছেন তিনি।

৩৯ হাজার ৩৪৪ কোটি টাকা ব্যয়-সংবলিত ৪৪ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

Check Also

খুনীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন নির্মমভাবে নিহত সোহাগের স্ত্রী

ঘোষণা ডেস্ক : ‘সবাই চেয়ে চেয়ে দেখল, একটা মানুষকে কীভাবে মারতেছে! কেউ একটু সাহায্য করে …