ঘোষণা ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘শিঘ্রই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। কারণ, সময় হয়ে গেছে। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী যেকোনো মূল্যে নির্ধারিত সময়ের আগেই নির্বাচন করতে হবে।’ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে বৃহস্পতিবার (৯ নভেম্বর) সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
নির্বাচনের তফসিলকে সামনে রেখে চার কমিশনার ও ইসি সচিবসহ রাষ্ট্রপতির সঙ্গে গতকাল সাক্ষাৎ করেছেন সিইসি। বৈঠকে তফসিল ঘোষণার বিষয়ে রাষ্ট্রপতির সম্মতি পেয়েছে কমিশন। তবে চলমান রাজনৈতিক সংকট নিয়ে বৈঠকে কোনো আলাপ হয়নি বলে জানান কাজী হাবিবুল আউয়াল।
বৈঠকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আসন্ন সংসদ নির্বাচন সুষ্ঠু করতে সাংবিধানিক রীতি-নীতি ও বিধি-বিধান অনুসরণ করে নির্বাচন কমিশনকে সাহসিকতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের একার পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য প্রয়োজন নির্বাহী বিভাগসহ জনগণের সক্রিয় সহযোগিতা।’ রাষ্ট্রপ্রধান রাজনৈতিক দলগুলোকে এ লক্ষ্যে এগিয়ে আসার আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, ‘দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হবে। গণতন্ত্র ও উন্নয়ন একসঙ্গে চলে।’
নির্বাচনকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের মতামতের প্রতিফলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করেন এবং প্রতিনিধির মাধ্যমেই জনগণের প্রত্যাশা পূরণ হয়।’
মো. সাহাবুদ্দিন আশা করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সরকার নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা করবে। সাক্ষাৎকালে প্রধান নির্বাচন কমিশনার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
বৈঠক শেষে সিইসি সাংবাদিকদের কাছে আলোচনার বিস্তারিত তুলে ধরেন। কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘তিনি (রাষ্ট্রপতি) আমাদের আশ্বস্ত করেছেন, অবাধ নির্বাচনের স্বার্থে যেকোনো সাহায্য-সহযোগিতা দিতে তিনি সদা প্রস্তুত থাকবেন। গণতান্ত্রিক যে ধারাবাহিকতা, সাংবিধানিক যে ধারাবাহিকতা, এটাকে যেকোনো মূল্যে অব্যাহত রাখতে হবে। উনাকে জানিয়েছি, আমরা নির্বাচন কমিশন, আমাদের ওপর সাংবিধানিক যে দায়িত্ব আরোপিত হয়েছে, সেখানে যে বাধ্যবাধকতা রয়েছে, আমরা সে অনুযায়ী নির্ধারিত সময়ে নির্ধারিত পদ্ধতিতেই নির্বাচন অনুষ্ঠান করতে বদ্ধপরিকর।’
তিনি বলেন, ‘আমরা উনাকে বলেছি, সব রাজনৈতিক দল, সরকার এবং জনগণের সহযোগিতা কামনা করে যাচ্ছি। উনাকে আশ্বস্ত করেছি, আমরা সবার সহযোগিতায় আসন্ন জাতীয় সংসদ যে নির্বাচনে সাংবিধানিক যে বাধ্যবাধকতা, এর আলোকে যথাসময়ে নিষ্পন্ন করতে সামর্থ্য হব।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘সম্ভাব্য সময়সূচির বিষয়ে আমরা উনাকে জানিয়েছি, যেটা উনিও জানেন। যেকোনো মূল্যে আমাদের যে সময়সীমা, ২৯ জানুয়ারির আগেই (নির্বাচন) করতে হবে। আমরা জানিয়েছি, নির্দিষ্ট তারিখের ব্যাপারে আমরা এখনো পুরোপুরি সিদ্ধান্ত নিইনি। আজকে (গতকাল) উনার সঙ্গে সাক্ষাৎ করেছি, মতবিনিময় করে গেলাম, আমরা নিজেদের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে সম্ভাব্য সময়সূচি জানিয়ে দেব।’
দ্রুতই তফসিল ঘোষণা করা হবে জানিয়ে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘কমিশন বসে দিন-তারিখ চূড়ান্ত করলেই গণমাধ্যমকে সেটা জানানো হবে।’
তফসিলের আগে সার্বিক বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করার আনুষ্ঠানিকতা শেষ করতে গতকাল বেলা সাড়ে ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবন থেকে রওনা দেন সিইসি কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর ও মো. আনিছুর রহমান। তাদের সঙ্গে আরো ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম। দুপুর ১২টায় তারা বঙ্গভবনে প্রবেশ করেন এবং প্রায় পৌনে ১ ঘণ্টা রাষ্ট্রপতির সঙ্গে তাদের বৈঠক চলে। পৌনে ১টার দিকে বঙ্গভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন সিইসি ও নির্বাচন কমিশনাররা।
এদিকে বিএনপিসহ ১৮টি দল নির্বাচন কমিশনের ওপর অনাস্থা প্রকাশ করে গত ৪ নভেম্বর আয়োজিত ইসির সংলাপে অংশ নেয়নি। কমিশনের নিবন্ধনপ্রাপ্ত রাজনৈতিক দল ৪৪টি। ওইদিনের সংলাপে দুই অধিবেশনেই নয়টি করে ১৮টি দল সংলাপে অংশ নেয়নি। ফলে দুই অধিবেশনে ১৩টি করে মোট ২৬টি দল অংশ নেয়। ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে টানা আন্দোলন করছে। এছাড়া নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করছে সম্প্রতি আদালতে নিবন্ধন হারানো রাজনৈতিক দল জামায়াতে ইসলাম।