শিরোনাম
Home / অপরাধ / বাঁশখালীতে চেক প্রতারনা মামলায় সাবেক ইউপি মেম্বার গ্রেফতার

বাঁশখালীতে চেক প্রতারনা মামলায় সাবেক ইউপি মেম্বার গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : চেক প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সাবেক ইউপি মেম্বার আনোয়ারুল ইসলাম চৌধুরী বাদশাকে গ্রেপ্তার করেছেন বাঁশখালী থানা পুলিশ। মঙ্গলবার (১৭ অক্টোবর)

দুপুর ২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানার চৌকস অফিসার এস আই ম মং ম মারমার নেতৃত্বে বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, বাঁশখালী থানাধীন ৯ নং গন্ডামারা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মৃত মোখলেছুর রহমান চৌধুরীর ছেলে সাবেক ইউপি মেম্বার আনোয়ারুল ইসলাম চৌধুরী বাদশা ২০১৬ সালে তাহার নিকটাত্মীয় সাংবাদিক এম.শামীম চৌধুরীর কাছ থেকে ব্যাংক চেকের মাধ্যমে ৭ লক্ষ টাকা ধার নেন। কিন্তু দীর্ঘ ৮ বছর অতিবাহিত হওয়ার পরেও তিনি উক্ত টাকা পরিশোধ করেননি। শামীম চৌধুরী  বাদশার কাছে টাকা চাইতে গেলে টাকা না দিয়ে  নিজেকে অনেক প্রভাবশালী লোক দাবী করে  হুমকি প্রদান করেন।

আনোয়ারুল ইসলাম চৌধুরী বাদশার বিরুদ্ধে দায়েরকৃত ৭ লক্ষ টাকার চেকের সি.আর মামলা নং-৫০৬/২২ এবং ২৩ লক্ষ টাকার চেকের সি.আর মামলা নং ২৬০৩/২২ চলমান। উভয়ই মামলায় সে ওয়ারেন্ট ভুক্ত ।

জানা যায়, এই প্রতারক এলাকার সহজ সরল লোকদেরকে বিভিন্ন আকাশচুম্বী প্রলোভন ও ব্যবসার লোভ দেখিয়ে অনেকের কাছ থেকে প্রতারনার মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে আত্মসাৎ করে। পরবর্তী টাকা ফেরত চাইলে সে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার এবং জানে মেরে ফেলার হুমকি দেয়। সে বলে বাংলাদেশ সরকারের আইন বিভাগ  নিজে তৈরি করে। আইনিভাবে তাহাকে কিছুই করতে পারবেনা।

Check Also

আ.লীগের শেষ ৫ বছরে ১৬ হাজারের বেশি খুন

ঘোষণা ডেস্ক :বাংলাদেশের ছাত্র-জনতার প্রতিবাদ ও আন্দোলনের পতিত শেখ হাসিনা সরকারের শেষ পাঁচ বছরে দেশে ১৬ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *