Home / অপরাধ / চট্টগ্রামে জামায়াত-পুলিশ সংঘর্ষের ঘটনায়  ৩ মামলায় আসামি ৬ শতাধিক

চট্টগ্রামে জামায়াত-পুলিশ সংঘর্ষের ঘটনায়  ৩ মামলায় আসামি ৬ শতাধিক

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে জামায়াতের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ৩টি মামলা হয়েছে। মঙ্গলবার রাতে নগরের কোতোয়ালি থানায় ২টি ও খুলশী থানায় ১টি মামলা হয়।

মঙ্গলবার(১৫ আগষ্ট) বিকেলে মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে নগরের কাজির দেউড়ি, আলমাস ও ওয়াসা মোড়সহ দেড় কিলোমিটারজুড়ে সংঘর্ষ হয়। ঘটনাস্থল থেকে ৪০ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবির বলেন, ‘ঘটনাস্থল থেকে গ্রেপ্তার ৪০ জনসহ আরও ২৫ জনের নাম উল্লেখ করে দুটি মামলা হয়েছে। অজ্ঞাত আরো ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। পুলিশের কাজে বাধা এবং হামলার ঘটনায় বিশেষ ক্ষমতা আইন ও দণ্ডবিধির আওতায় এসব মামলায় নগর জামায়াতের আমির মো. শাহাজাহানকেও আসামি করা হয়েছে।’

খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা জানান, মামলায় ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার আসর নামাজের পর নগরের জমিয়তুল ফালাহ জামে মসজিদ মাঠে সাঈদীর গায়েবানা জানাজার ঘোষণা দেয় জামায়াত। জানাজায় অংশ নিতে নেতাকর্মীরা মসজিদ মাঠে প্রবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে নগরের আলমাস মোড়ে অবস্থান করে সড়ক অবরোধের চেষ্টা চালায় তারা। পুলিশ তাদের সরিয়ে দিতে চাইলে সংঘর্ষের সূত্রপাত হয়। আলমাস মোড় থেকে শুরু হওয়া সংঘর্ষ পরে নগরের ওয়াসা মোড়, কাজির দেউড়ি ও জিইসি পর্যন্ত দেড় কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা ধরে চলে সংঘর্ষ। এসময় পুলিশ লাঠিচার্জ করলে সাধারণ পথচারীরাও দুপক্ষের মাঝখানে পড়ে আহত হন। পরে সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে জামায়াত- শিবিরকর্মীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

Check Also

নির্বাচন ঠেকাতে ডিসেম্বরে আসনভিত্তিক আন্দোলনে যাবে বিএনপি

ঘোষণা ডেস্ক : বিদ্যমান ব্যবস্থায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে সারাদেশে সংসদীয় আসনভিত্তিক আন্দোলন গড়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *