শিরোনাম
Home / অপরাধ / কথিত বিদেশি ম্যাগনেট কান্ড: চট্টগ্রামে দুই প্রতারক গ্রেফতার

কথিত বিদেশি ম্যাগনেট কান্ড: চট্টগ্রামে দুই প্রতারক গ্রেফতার

ঘোষণা ডেস্ক : কথিত বিদেশি ম্যাগনেট নিয়ে প্রতারণার অভিযোগে চট্টগ্রামে মো. জুয়েল হোসেন (৩৩) ও মো. আজম (৫০) নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার(২২ জুন) রাতে ২ নং সাইট মেহের আফজাল স্কুল সংলগ্ন মালুম বাড়ির পুকুরের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ বলছে, গ্রেফতারকৃতরা বিদেশি ম্যাগনেট সীমানা পিলার বিক্রির সাত কোটি টাকা পাওয়ার লোভ দেখিয়ে প্রতারণা করে আসছিলেন। এই অভিযোগে শেখ মোহাম্মদ ইসা (৫৪) এবং শাওন ওরফে হায়দার (৩৮) নামে আরও দুজন পলাতক রয়েছেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা বলেন, বিদেশি ম্যাগনেট সীমানা পিলার বিক্রি করে সাত কোটি টাকা পাওয়ার লোভ দেখাতেন প্রতারকরা।

একই সঙ্গে সিঙ্গাপুর নেওয়ার কথা বলে পাসপোর্ট তৈরি, ডাক্তারি পরীক্ষার জন্য বন্ধুমহল গ্রিন বাংলা সমবায় সমিতি নামে একটি প্রতিষ্ঠানের সদস্য করার কথা বলেও বিভিন্ন মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিলেন তারা।

ওসি আরও বলেন, গ্রেফতাররা মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেন। প্রতারণার বিষয়টি জানাজানি হলে মো. সোহাগ নামের এক ভুক্তভোগী বন্ধুমহল গ্রিন বাংলা সমবায় সমিতিতে গিয়ে জুয়েল হোসেনের কাছে টাকা ফেরত চান। এসময় জুয়েল ও তার সহযোগীরা মিলে সোহাগকে আটকে রেখে মারধর করেন।

এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিলে বৃহস্পতিবার রাতে জুয়েল ও তার সহযোগী মো. আজমকে গ্রেফতার করে পুলিশ। তাদের শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Check Also

হাটহাজারীতে ককটেল বিস্ফোরণের অভিযোগে বাঁশখালী বিএনপির ১৪ নেতাকর্মীর নামে মামলা

নিজস্ব প্রতিবেদক : বাঁশখালীর গণ্ডামারা থেকে হাটহাজারীর চিকনদণ্ডী। দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার। এ দূরত্ব পাড়ি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *