শিরোনাম

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি করর্পোরেশন (চসিক) এলাকায় অবৈধ কোরবানির পশুর হাট বন্ধে অভিযানে নেমেছে চসিক নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

বৃহস্পতিবার (২২ শে) জুন দুপুরে সাগরিকার গরুর বাজারের আশেপাশে অবৈধভাবে গড়ে ওঠা কোরবানির পশুর হাট বন্ধে সিটি করপোরেশন নির্বাহী ম্যাজিষ্ট্রেট রেজাউল করিম এই অভিযান পরিচালনা করেন।

এতে প্রায় ১০ টি অবৈধ গরুবাজার কে সর্তক করে। অবৈধ গরুবাজারগুলো অতি শিঘ্রই বন্ধ করার র্নিদেশ দেন।

চসিক নির্বাহী ম্যাজিষ্ট্রেট রেজাউল করিম বলেন, সিটি করর্পোরেশন অনুমোদন ব্যাতিত গরুর বাজার বসানো যাবে না।যারা গরুর হাট বসাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরো বলেন, সিটি করর্পোরেশন বিভিন্ন জায়গায় প্রতিদিন অভিযান পরিচালনা করবে।অবৈধভাবে গড়ে উঠা পশুর হাট দেখা গেলেই যতাযত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে সাগরিকা বাজারের প্রধান ইজারাদার এরশাদ মামুন বলেন, সিটি কর্পোরেশন থেকে ইজারা নিয়ে কোরবানি পশুর হাট বসানো হয়েছে। বাজারের আশপাশে অনেক অবৈধ কোরবানি পশু বাজার বসানোর কারনে আমাদের ব্যপক ক্ষতি হচ্ছে। অবৈধ বাজার উচ্ছেদ অভিযান পরিচালনা করার উদ্যোগ কে আমরা স্বাগত জানাই।

Check Also

চট্টগ্রামে সাবেক ভ্যাট কর্মকর্তার ৫ তলা বাড়ি ক্রোকের আদেশ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর কাতালগঞ্জে সাবেক আবগারী ও ভ্যাটের সহকারি কমিশনার নাসির উদ্দিন ও তার …