শিরোনাম
Home / আদালত / চট্টগ্রামে পাহাড় কাটার ঘটনায় আদালত অবমাননার রুল

চট্টগ্রামে পাহাড় কাটার ঘটনায় আদালত অবমাননার রুল

ঘোষণা ডেস্ক : চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানার উত্তর পাহাড়তলী মৌজায় পাহাড় কাটার ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে স্থানীয় কাউন্সিলরসহ পাহাড় কাটায় জড়িতদের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জালিল সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার(১৯ জুন) এ রুল জারি করেন। আগামী ৪ সপ্তাহের মধ্যে আইন সচিব, পরিবেশ সচিবসহ সংশ্লিষ্ট বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালে উত্তর পাহাড়তলী মৌজার ১০.৫১ একর পাহাড় কাটা বন্ধে নির্দেশনা চেয়ে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) হাইকোর্টে একটি রিট করে। পরে ওই রিটের শুনানি নিয়ে একই বছরের ৩ আগস্ট উল্লেখিত পাহাড় কাটার ওপর নিষেধাজ্ঞা জারি করেন হাইকোর্ট। এরপরও স্থানীয় কাউন্সিলর পাহাড় কাটা অব্যাহত রাখেন।

বিষয়টি নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হলে ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে চট্টগ্রামের পরিবেশ অধিদপ্তরে একাধিক মামলা করা হয়। এসব মামলা সত্ত্বেও পাহাড় কাটা অব্যাহত রয়েছে। এ পর্যায়ে গত ৩১ মে হাইকোর্টের আদেশ অমান্য করার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে মামলা করে বেলা।

আদালতে বেলার পক্ষে মামলা পরিচালনা করছেন ব্যারিস্টার মোহাম্মদ আশরাফ আলী এবং তাঁকে সহযোগিতা করছেন এস হাসানুল বান্না।

Check Also

ভারতে গ্রেপ্তার ৫ আওয়ামী লীগ নেতাকে কারাগারে প্রেরণ

ঘোষণা ডেস্ক : অবৈধভাবে অনুপ্রবেশসহ একাধিক অভিযোগে অ্যাডভোকেট নাসির উদ্দিন খানসহ ৫ আওয়ামী লীগ ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *