শিরোনাম
Home / অপরাধ / আঁখি যখন হাসপাতালে, তখন আমি দেশেও ছিলাম না : ডা. সংযুক্তা

আঁখি যখন হাসপাতালে, তখন আমি দেশেও ছিলাম না : ডা. সংযুক্তা

ঘোষণা ডেস্ক : নবজাতক ও মায়ের মৃত্যুর ঘটনায় রাজধানীর সেন্ট্রাল হাসপাতাল তার নাম ব্যবহার করে অনিয়ম করেছে বলেছেন, ডা. সংযুক্তা সাহা। মঙ্গলবার রাজধানীর পরীবাগের বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

ডা. সংযুক্তা বলেন, বিশ্বাস করেন, সেন্ট্রাল হাসপাতাল আমার নাম ব্যবহার করে অনিয়ম করেছে। তারা এমন অনিয়ম করবে, আমি ভাবতেও পারিনি।

তিনি আরও বলেন, আঁখি যখন হাসপাতালে, তখন আমি দেশে ছিলাম না। আমার কাছে টিকিট ও বোর্ডিং পাস আছে। আমি ভিডিও কলেও অপারেশন মনিটরিং করিনি। সব মিথ্যা।

এর আগে ভুল চিকিৎসায় সদ্যোজাত সন্তানের মৃত্যুর সাত দিনের মাথায় মা মাহবুবা রহমান আঁখিও মারা যান। রোববার (১৮ জুন) রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তার মৃত্যু হয়।

কুমিল্লার তিতাস উপজেলা থেকে গত শুক্রবার রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে প্রসবের জন্য আনা হয়েছিল আঁখিকে। তিনি রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে অধ্যাপক ডা. সংযুক্তা সাহার তত্ত্বাবধানে ছিলেন। তবে স্বাভাবিক প্রসবের পরিবর্তে আঁখির অস্ত্রোপচার করা হয়। সেই অস্ত্রোপচারও করেন অন্য চিকিৎসক। প্রসবের রাতেই নবজাতকের মৃত্যু হয়।

Check Also

যৌথ বাহিনীর অভিযান : ২৬ দিনে সারাদেশে ২৪৩ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১১০

ঘোষণা ডেস্ক : অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর চলমান অভিযানে ২৬ দিনে সারা দেশে ২৪৩টি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *