শিরোনাম
Home / রাজনীতি / খেলাফত মজলিসের আমির জুবায়ের আহমেদের ইন্তেকাল

খেলাফত মজলিসের আমির জুবায়ের আহমেদের ইন্তেকাল

খেলাফত মজলিস বাংলাদেশের আমির শায়খুল হাদিস মাওলানা জুবায়ের আহমেদ চৌধুরী মারা গেছেন।শুক্রবার(৭ এপ্রিল) নারায়ণগঞ্জ শহরে ইফতারের সময় তিনি মারা যান বলে খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ মহানগর কমিটির প্রচার সম্পাদক জাহিদ হাসান জানান৷

জাহিদ হাসান সাংবাদিকদের বলেন, নারায়ণগঞ্জ মহানগর কমিটি শহরের মাসদাইরে একটি কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিলের আয়োজন করে। ওই আয়োজনে প্রধান অতিথি ছিলেন মাওলানা জুবায়ের আহমেদ চৌধুরী৷ ইফতারের আগে তিনি বক্তব্যও রাখেন।

“আযান দেওয়ার পর ইফতার মুখে দেওয়ার কিছুক্ষণের মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত শহরের চাষাঢ়ায় ইসলাম হার্ট সেন্টারে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

জাহিদ জানান, স্বজনদের খবর দেওয়া হয়েছে৷ সিলেট থেকে আসছেন তারা৷ নারায়ণগঞ্জে তার গোসলের ব্যবস্থা করা হচ্ছে৷ পরে মরদেহ পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে নেওয়া হবে৷ জানাজা ও দাফনের ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি৷

Check Also

ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত

ঘোষণা ডেস্ক :ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সাবেক মন্ত্রীসহ যারা বিদেশে আছেন তাদের …