শিরোনাম
Home / চট্টগ্রাম / চট্টগ্রামের চন্দনাইশে সিগারেট থেকে সিলিন্ডারের গুদামে বিস্ফোরণ, দগ্ধ ১০ 

চট্টগ্রামের চন্দনাইশে সিগারেট থেকে সিলিন্ডারের গুদামে বিস্ফোরণ, দগ্ধ ১০ 

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রামের চন্দনাইশে সিলিন্ডারের গুদামে বিস্ফোরণে ১০ জন দগ্ধ হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোরে চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের চরপাড়ায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলে- মাহবুবুর রহমান, মো. সৌরভ রহমান, মোহাম্মদ লিটন, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ আকিব, মো. হারুন, মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ কফিল, মোহাম্মদ রিয়াজ ও মোহাম্মদ ছালেহ। এর মধ্যে মাহবুবুর রহমান গুদামের মালিক। দগ্ধ সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন জানান, আহত ব্যক্তিদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর।

পুলিশ আরও জানায়, আহত শ্রমিকদের দেওয়া তথ্য অনুযায়ী এক শ্রমিকের জ্বলন্ত সিগারেট থেকে আগুনের সূত্রপাত। এ সময় গুদামে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে।

চন্দনাইশ ফায়ার স্টেশনের অপারেশন অফিসার সাবের আহমদ জানান, ভোর ৬টা ৫০ মিনিটের দিকে গুদামটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। সকাল নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পরে বলা যাবে।

Check Also

আগ্রাবাদে সন্ধ্যা ৬টার আগে হকার বসতে পারবে না: চসিক মেয়র

ঘোষণা ডেস্ক :চট্টগ্রাম মহানগরের প্রধান বাণিজ্যিক এলাকা আগ্রাবাদে সন্ধ্যা ৬টার আগে হকার বসতে দেওয়া হবে …