
নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকার কয়েকটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ৩০ জন তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যা ৬টার দিকে চান্দগাঁও থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, “এলাকায় জুয়া, মাদক, সন্ত্রাস বা অসামাজিক কোনো কার্যকলাপ চলবে না—এ বিষয়ে কমিশনার স্যারের জিরো টলারেন্স নীতি রয়েছে। তার নির্দেশনা বাস্তবায়নে আমাদের ১০টি টিম ধারাবাহিকভাবে কাজ করছে। আজকের অভিযানে ৩০ জনকে আটক করা হয়েছে। তালিকা তৈরি শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “আমরা চান্দগাঁও থানা এলাকাকে শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। পুলিশের আন্তরিক দায়িত্ব পালনের মাধ্যমে আমরা এই এলাকায় অপরাধ শূন্যের কোটায় আনতে চাই।”
পুলিশ সূত্রে জানা গেছে, বহদ্দারহাট এলাকার হোটেল মরিয়ম, হোটেল রাজ, হোটেল নিরিবিলিসহ কয়েকটি আবাসিক হোটেলে একযোগে অভিযান পরিচালনা করা হয়।
আটকদের মধ্যে বেশিরভাগই তরুণ-তরুণী। অভিযান চলাকালীন স্থানীয় বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, তবে পুলিশ সুষ্ঠুভাবে অভিযান সম্পন্ন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে।
চান্দগাঁও থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের অভিযান নিয়মিত চলবে এবং কোনোভাবেই অসামাজিক কার্যকলাপ বরদাশত করা হবে না।