শিরোনাম
Home / অপরাধ / চট্টগ্রামে ইয়াবা বেচা-কেনায় কারারক্ষী!

চট্টগ্রামে ইয়াবা বেচা-কেনায় কারারক্ষী!

ঘোষণা ডেস্ক :চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকা থেকে ইয়াবাসহ মো. শাহাব উদ্দিন (২৮) ও তার সহযোগী মো. জাহিদ হোসেনকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১২ এপ্রিল) দিবাগত রাতে থানার জেল রোড বদরপাতি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

গ্রেপ্তার শাহাব উদ্দিন চট্টগ্রাম কারাগারের কারারক্ষী (সিপাহী) হিসেবে কর্মরত রয়েছেন। তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ থানার সোল্লা ইউনিয়নের বাসিন্দা ছিদ্দিকুর রহমানের ছেলে। গ্রেপ্তার জাহিদ চট্টগ্রাম নগরের ইপিজেড থানার দক্ষিণ হালিশহর এলাকার বাসিন্দা নুর হোসেনের ছেলে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, মাদকদ্রব্যসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (রোববার) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Check Also

চুয়াডাঙ্গার সহকারী জজের বিরুদ্ধে ধর্ষণ মামলা, আত্মসমর্পণ করে জামিন

ঘোষণা ডেস্ক :বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আত্মসমর্পণ করে …