শিরোনাম
Home / রাজনীতি / সাদিক অ্যাগ্রোর ইমরানের পক্ষে শুনানীতে অংশ নেওয়ায় আইনজীবী মাসুদের সব পদ স্থগিত

সাদিক অ্যাগ্রোর ইমরানের পক্ষে শুনানীতে অংশ নেওয়ায় আইনজীবী মাসুদের সব পদ স্থগিত

ঘোষণা ডেস্ক : দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আইনজীবী মাসুদ আহমেদ তালুকদারের দলীয় প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ স্থগিত করেছে বিএনপি।

বুধবার(৫ মার্চ) দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাসুদ আহমেদ আলোচিত ছাগলকাণ্ড সংশ্লিষ্ট সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনের আইনজীবী হিসেবে মঙ্গলবার আদালতে শুনানি করেন।

ইমরানের জামিন শুনানিতে মাসুদ আদালতে বলেন, ‘‘তিনি (ইমরান হোসেন) একজন ক্লিন হ্যান্ড মানুষ। উনি কিন্তু দেশের বাইরে ছিলেন। ক্লিন হ্যান্ড না হলে দেশে আসতেন না। তার যেকোনো শর্তে জামিনের প্রার্থনা করছি।’’

তার এ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার মধ্যে দলের তরফে পদ স্থগিতের সিদ্ধান্ত এল।

বিএনপি নেতারা বলেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আইনজীবী মাসুদ বিভিন্ন দুর্নীতির মামলায় বিগত সরকারের সুবিধাভোগী আসামিদের পক্ষ নেওয়ায় তাকে বারবার সর্তক করা হয়।

বুধবার দলের বিজ্ঞপ্তিতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার সব পর্যায়ের পদ স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়।

অর্থপাচারের মামলায় সোমবার বিকালে ঢাকার মালিবাগ থেকে ইমরানকে গ্রেপ্তার করে পুলিশ। পরের দিন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।

‘ছাগলকাণ্ডে’ আলোচিত সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেন অবৈধ উপায়ে অন্তত ১৩৩ কোটি টাকা অর্জন করেছেন, যার মধ্যে ৮৬ লাখ টাকা পাচার হয়ে যাওয়ার তথ্য দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডির ভাষ্য, দেশি গরু-ছাগলকে ‘বিদেশি ও বংশীয়’ হিসেবে প্রচার চালিয়ে কোরবানির বাজার থেকে সাদিক অ্যাগ্রোর অবৈধ আয় ১২১ কোটি টাকার বেশি।

Check Also

টিসিবির ভুয়া কার্ড বাতিল করা হবে: খাদ্য উপদেষ্টা

ঘোষণা ডেস্ক : খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ‘টিসিবির অনেক ভুয়া কার্ড ছিল, যেগুলো …