শিরোনাম
Home / জাতীয় / তথ্য উপদেষ্টা হলেন মাহফুজ আলম

তথ্য উপদেষ্টা হলেন মাহফুজ আলম

ঘোষণা ডেস্ক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মো. মাহফুজ আলমকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিবের রুটিন দায়িত্বে নিয়োজিত সচিব (সমন্বয় ও সংস্কার) জাহেদা পারভীন সইকৃত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপদেষ্টাদের মাঝে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের দায়িত্ব পুনর্বণ্টন করেছেন। প্রজ্ঞাপনে ১ নম্বর ক্রমে দেখা যায়, প্রধান উপদেষ্টার অধীনে মোট ৭টি মন্ত্রণালয় ও বিভাগ।

সেগুলো হলো- মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় রয়েছে।

২ নম্বর ক্রমে দেখা যায়, বণ্টন/পুনর্বণ্টনকৃত মন্ত্রণালয় বিভাগে প্রধান উপদেষ্টার অধীনে ছয়টি মন্ত্রণালয় রয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয় মো. মাহফুজ আলমকে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দেন। আজ তার পদত্যাগপত্র গৃহীত হয়। নাহিদের পদত্যাগের পরদিন তার স্থলাভিষিক্ত হলেন মাহফুজ আলম।

গত বছরের ১০ নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নেন মাহফুজ আলম। তবে ওই সময় তাকে কোনো মন্ত্রণালয় বা বিভাগ বণ্টন করা হয়নি। ওই সময় তার সঙ্গে আরও দুই উপদেষ্টা শপথ নেন। তারা হলেন শেখ বশীরউদ্দিন ও মোস্তফা সরয়ার ফারুকী।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড হিসেবে আলোচিত মাহফুজ আলককে গত বছরের ২৮ আগস্ট প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়।

এদিকে আগামী ২৮ ফেব্রুয়ারি নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হওয়ার কথা রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নতুন রাজনৈতিক দল গঠন করছে। এই দলের নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম। সে কারণে তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন।

Check Also

সাদিক অ্যাগ্রোর ইমরানের পক্ষে শুনানীতে অংশ নেওয়ায় আইনজীবী মাসুদের সব পদ স্থগিত

ঘোষণা ডেস্ক : দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আইনজীবী মাসুদ আহমেদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *