শিরোনাম
Home / অপরাধ / ইয়াবাকাণ্ডে কক্সবাজারের পুলিশ সুপার প্রত্যাহার

ইয়াবাকাণ্ডে কক্সবাজারের পুলিশ সুপার প্রত্যাহার

ঘোষণা ডেস্ক : ইয়াবা সংশ্লিষ্টতার অভিযোগে কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহকে কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সাড়ে তিন লাখ ইয়াবা বিক্রির সংশ্লিষ্টতার অভিযোগের ভিত্তিতে জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশের পর এ সিদ্ধান্ত নেয় পুলিশ সদর দফতর।

পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (প্রশাসন) কাজী মো. ফজল করিম স্বাক্ষরিত এক আদেশে বলেন, জেলা পুলিশের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তাকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে ১৮ ফেব্রুয়ারি এসপি রহমত উল্লাহকে পুলিশ হেডকোয়ার্টারে রিপোর্ট করতে বলা হয়েছে।

অভিযোগ রয়েছে, রহমত উল্লাহ কক্সবাজারে যোগদান করার পর একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড করে আসছিল। যার কারণে চরমভাবে ভাবমূর্তি ক্ষুণ্ন হয় পুলিশের।

উল্লেখ্য, সোমবার (১৭ ফেব্রুয়ারি) যুগান্তর পত্রিকায় একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। যেখানে এসপি রহমত উল্লাহ সাড়ে তিন লাখ পিস ইয়াবা বিক্রির সঙ্গে সংশ্লিষ্টতা নিয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়া গেছে। ইয়াবা বিক্রির সঙ্গে কক্সবাজার জেলা পুলিশের কনস্টেবল থেকে এসপি পর্যন্ত জড়িত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

Check Also

বান্দরবানে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনা সালিশি বিচারে ৫০ হাজার টাকায় মীমাংসা, আটক ৩

ঘোষণা ডেস্ক :বান্দরবানের রুমা উপজেলায় পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘ‌টে। এ ঘটনা …