শিরোনাম
Home / অপরাধ / আ.লীগের শেষ ৫ বছরে ১৬ হাজারের বেশি খুন

আ.লীগের শেষ ৫ বছরে ১৬ হাজারের বেশি খুন

ঘোষণা ডেস্ক :বাংলাদেশের ছাত্র-জনতার প্রতিবাদ ও আন্দোলনের পতিত শেখ হাসিনা সরকারের শেষ পাঁচ বছরে দেশে ১৬ হাজারেরও বেশি মানুষ খুন হয়েছেন। অর্থাৎ, গড়ে প্রতিদিন ৯টি হত্যাকাণ্ড ঘটেছে।

শনিবার (৭ ডিসেম্বর) বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত একটি পরিসংখ্যান থেকে এই তথ্য জানা গেছে। প্রায় পাঁচ বছর পর গত বৃহস্পতিবার পুলিশ ‘অপরাধ পরিসংখ্যান’ প্রকাশ করে।

পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী, ২০১৯ থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ১৬ হাজার ৫৫৫টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এই হত্যাকাণ্ডগুলোর মধ্যে পারিবারিক, সন্ত্রাসী কিংবা দুর্বৃত্তদের হাতে ঘটে যাওয়া হত্যার সংখ্যা উল্লেখযোগ্য। উল্লেখ্য, এই হিসাবটি শুধু দায়ের হওয়া মামলা অনুযায়ী করা হয়েছে। তবে, বেনামি খুনের ঘটনা যোগ করলে আসল খুনের সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়াও, এই পরিসংখ্যানে দেখা গেছে, প্রতি বছর গড়ে ৩,৩১১টি হত্যাকাণ্ড ঘটেছে। এমনকি ২০২০ সালের করোনা মহামারির সময়েও প্রায় সাড়ে তিন হাজার খুনের ঘটনা ঘটেছে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর সংবাদমাধ্যমকে জানান, অপরাধ পরিসংখ্যানগুলো মূলত দায়ের হওয়া মামলার ভিত্তিতে প্রকাশ করা হয়। তিনি আরও বলেন, জুলাই-আগস্ট মাসের যে পরিসংখ্যান দেওয়া হয়েছে, তা ওই সময়ের খুনের মামলার ভিত্তিতে। এরপর সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বরেও খুনের ঘটনায় মামলা হয়েছে এবং এসব মামলার সংখ্যা পরবর্তীতে পরিসংখ্যানে অন্তর্ভুক্ত হয়েছে। এখনও হত্যাকাণ্ডের ঘটনায় মামলা চলমান রয়েছে এবং তাদের পরিসংখ্যান মাসভিত্তিক হালনাগাদ করা হয়।

Check Also

চট্টগ্রামে ইয়াবা বেচা-কেনায় কারারক্ষী!

ঘোষণা ডেস্ক :চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকা থেকে ইয়াবাসহ মো. শাহাব উদ্দিন (২৮) ও তার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *