শিরোনাম
Home / অপরাধ / হাটহাজারীতে পুকুর ভরাট করে ভবন নির্মাণের অপরাধে লাখ টাকা জরিমানা

হাটহাজারীতে পুকুর ভরাট করে ভবন নির্মাণের অপরাধে লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের হাটহাজারীতে পরিবেশ আইন অমান্য করে পুকুর ভরাট করে বহুতল ভবন নির্মাণের অভিযোগে এক ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন উপজেলা প্রশাসন। শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট ২ নং ওয়ার্ডে এই অভিযান পরিচালনা করা হয়।

হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফর নাহার শারমিন জানান, সরেজমিনে গিয়ে পুকুর ভরাট করে বহুতল ভবন নির্মাণের অভিযোগের সত্যতা পাওয়ায় মোহাম্মদ ইউসুফ নামের এক ব্যক্তিকে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫, (সংশোধিত ২০১০) এর ৬ (ঙ) ধারায় এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের সিনিয়র কেমিস্ট জান্নাতুল ফেরদৌস ও হাটহাজারী মডেল থানা পুলিশের একটি দল অভিযানকালে সহযোগিতা করেন।

Check Also

ফেসবুকে প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি, চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা  গ্রেপ্তার

ঘোষণা ডেস্ক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, দেশের প্রধান বিচারপতি ও সেনাপ্রধানকে হত্যার হুমকি দেওয়ার …