শিরোনাম
Home / আদালত / শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা এবং প্রচারকৃত বক্তব্য সরানোর নির্দেশ

শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা এবং প্রচারকৃত বক্তব্য সরানোর নির্দেশ

ঘোষণা ডেস্ক :সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার নিষিদ্ধ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে এসব মাধ্যমে প্রচারিত বক্তব্য দ্রুত সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাষ্ট্রপক্ষের আবেদনের ভিত্তিতে শুনানি শেষে এ আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই নির্দেশ দ্রুত কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন সাংবাদিকদের জানান, ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। ভবিষ্যতে এসব বক্তব্য কোনো মাধ্যমেই প্রকাশ বা সম্প্রচার করা যাবে না। ট্রাইব্যুনালের পর্যবেক্ষণে বলা হয়েছে, এসব বক্তব্য বিচার প্রক্রিয়া এবং সাক্ষীদের নিরাপত্তাকে বাধাগ্রস্ত করছে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের বিচারের ঘোষণা দেয়। শেখ হাসিনাসহ তার সরকারের একাধিক নেতা ও মন্ত্রীর বিরুদ্ধে ইতোমধ্যে হত্যাসহ বিভিন্ন অভিযোগ দায়ের হয়েছে।

প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান জানান, ফেসবুক, এক্স (সাবেক টুইটার) এবং ইউটিউবসহ আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোতে ট্রাইব্যুনালের নির্দেশনা পৌঁছে দেওয়া হবে। এই বক্তব্যগুলো তদন্তে বাধা সৃষ্টি করছে বলে দাবি করেছেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার।

ছাত্র-জনতার আন্দোলনের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা চলছে। এর মধ্যে হেটস্পিচ সরানোর এই নির্দেশ দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Check Also

টিসিবির ভুয়া কার্ড বাতিল করা হবে: খাদ্য উপদেষ্টা

ঘোষণা ডেস্ক : খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ‘টিসিবির অনেক ভুয়া কার্ড ছিল, যেগুলো …