শিরোনাম
Home / চট্টগ্রাম / জাতীয় পতাকার উপর গেরুয়া পতাকা: মামলার বাদীকে বিএনপি থেকে অব্যাহতি

জাতীয় পতাকার উপর গেরুয়া পতাকা: মামলার বাদীকে বিএনপি থেকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রামে জাতীয় পতাকার অবমাননার ঘটনায় দায়ের হওয়া রাষ্ট্রদোহ মামলার বাদী মো. ফিরোজ খানকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (১ নভেম্বর) বিএনপির চান্দগাঁও থানা শাখার সভাপতি মো. আজম ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. গিয়াস উদ্দিন ভূঁইয়া সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, আপনার বিরুদ্ধে দলের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আপনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৫ নং মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

এ বিষয়ে জানতে দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া মো. ফিরোজ খানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ স্থাপন করা যায়নি। বৈষম্যবিরোধী আন্দোলনের পর নগরীর নিউ মার্কেট চত্বরে একটি লাঠিতে জাতীয় পতাকা বেঁধে দেওয়া হয়। গত ২৫ অক্টোবর লালদীঘির মাঠে বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের সমাবেশের দিন নিউ মার্কেটের ওই পতাকার উপর গেরুয়া রঙের আরেকটি পতাকা টানিয়ে দেওয়া হয়। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নানান ধরনের সমালোচনা হয়।

এ ঘটনার জেরে বুধবার রাতে নগরের কোতোয়ালি থানায় সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস প্রভুসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন বিএনপি নেতা মো. ফিরোজ খান। এর প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে চেরাগী পাহাড় মোড়ে প্রতিবাদ সমাবেশ থেকে শুক্রবার ৬৪ জেলায় সমাবেশ ও সোমবারের মধ্যে মামলা প্রত্যাহারের আল্টিমেটাম দেওয়া হয়।

Check Also

চট্টগ্রাম আইনজীবী সমিতি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি-জামায়াতের ২১ প্রার্থীই জয়ী

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম আইনজীবী সমিতি নির্বাচনে ২১ প্রার্থীই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। নির্বাচনী কার্যক্রমে ২১ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *