শিরোনাম
Home / চট্টগ্রাম / চসিক মেয়র শাহাদাতের শপথ ৩ নভেম্বর

চসিক মেয়র শাহাদাতের শপথ ৩ নভেম্বর

ঘোষণা ডেস্ক :চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র নগর বিএনপির সাবেক আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের শপথ গ্রহণের তারিখ নির্ধারণ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। আগামী ৩ নভেম্বর সকাল সাড়ে ১১টায় শপথ অনুষ্ঠিত হবে।

আগামী ২ দিনের মধ্যে শাহাদাতের সম্পত্তির বিবরণ সম্বলিত হলফনামা স্থানীয় সরকার বিভাগে পাঠাতে বলা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা গেছে। ঐ চিঠিতে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে এক্ষেত্রে আদালতের কোনো স্থগিতাদেশ বা আইনগত জটিলতা আছে কিনা তাও জরুরি ভিত্তিতে জানতে চাওয়া হয়েছে।

এর আগে, গত ১৭ অক্টোবর ডা. শাহাদাত হোসেনকে চসিক মেয়র হিসেবে বিজয়ী ঘোষণা করেন নির্বাচনী ট্রাইব্যুনাল। এরপর তাকে সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরীর স্থলাভিষিক্ত করে সংশোধনী গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, ২০২১ সালের ২৭ জানুয়ারি চসিক নির্বাচন অনুষ্ঠিত হয়। দিনভর গোলাগুলি, সংঘর্ষ, হামলার ঘটনার মধ্যে ভোটগ্রহণ শেষে আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং অফিসার। এ সময় নির্বাচনের ফলাফল প্রত্যাখান করে তা বাতিল ও পুনরায় নির্বাচনের দাবি জানান বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেন। পরে নির্বাচনে কারচুপির অভিযোগ এনে একই বছরের ২৪ ফেব্রুয়ারি নির্বাচনী ট্রাইব্যুনালে ৯ জনের বিরুদ্ধে মামলা করেন তিনি।

Check Also

চট্টগ্রামে আইনজীবীর কাছ থেকে টাকা নেওয়ার ভিডিও ভাইরাল, জিআরও প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রাম আদালতে নগর পুলিশের থাকা প্রসিকিউশন বিভাগের একজন জিআরও (সাধারণ নিবন্ধন কর্মকর্তা) এর …