শিরোনাম
Home / আদালত / যোগদান করলেন চট্টগ্রামের নতুন জেলা জজ গোলাম রব্বানী

যোগদান করলেন চট্টগ্রামের নতুন জেলা জজ গোলাম রব্বানী

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের নবাগত জেলা ও দায়রা জজ জনাব গোলাম রব্বানী সোমবার (৮ জুলাই) তার দায়িত্ব বুঝে নেন। এই উপলক্ষে জেলা পাবলিক প্রসিকিউটর কার্যালয়ের পক্ষ থেকে জেলা জজ কে স্বাগত জানিয়ে সৌজন্য সাক্ষাৎ করা হয়। এই সময় জেলা ও দায়রা জজ জনাব গোলাম রব্বানী বলেন, বিচার ব্যবস্থাকে সঠিক ভাবে পরিচালনা এবং বিচারপ্রার্থীর ভোগান্তি কমাতে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিচারালয়কে মানুষ যেন প্রশান্তির ঠিকানা পায় সেই লক্ষ্যেই আমাদের কাজ করা দরকার।

এই সময় জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, সম্মিলিত প্রচেষ্টায় বিচার বান্ধব আদালত তৈরি করা যায়, মানুষের কাছে আদালত যেন আতঙ্কের বিষয় না হয়ে আস্থতার ঠিকানা হয় সেই কাজটি আমাদের করতে হবে।

এই সময় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ জজ সিরাজুদুল্লাহ কুতুবী, ওসমান গণি, ফেরদৌস আরা ,চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো শহিদুল ইসলাম সহ বিচার বিভাগের বিভিন্ন পর্যায়ের বিচারকবৃন্দ এবং অতি পিপি মোহাম্মদ মহসিন, আজাহারুল হক, মামুন আল করিম প্রমূখ আইন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Check Also

চট্টগ্রামে আইনজীবীর কাছ থেকে টাকা নেওয়ার ভিডিও ভাইরাল, জিআরও প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রাম আদালতে নগর পুলিশের থাকা প্রসিকিউশন বিভাগের একজন জিআরও (সাধারণ নিবন্ধন কর্মকর্তা) এর …