শিরোনাম
Home / চট্টগ্রাম / আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সদস্য হলেন ইঞ্জিনিয়ার মোশাররফ

আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সদস্য হলেন ইঞ্জিনিয়ার মোশাররফ

ঘোষণা ডেস্ক : আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপিকে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সদস্য পদে মনোনয়ন প্রদান করেছেন। বাসস

রবিবার(১৯ মার্চ) দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী তার উপর অর্পিত ক্ষমতাবলে মোশাররফ হোসেনকে এই দায়িত্ব প্রদান করেছেন। এই বোর্ডের সভাপতি হলেন শেখ হাসিনা।

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পদাধিকার বলেই এ বোর্ডের সদস্য। এছাড়া রয়েছেন আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসনাত আবদুল্লাহ, কাজী জাফর উল্লাহ, রমেশ চন্দ্র সেন, মো. রাশিদুল আলম, দীপু মনি। এবার এ বোর্ডে নাম উঠল চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের।

Check Also

কর্ণফুলীর তীরে মিললো স্কুলছাত্রের মরদেহ, ৪ সহপাঠী আটক

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের চান্দগাঁও হামিদচর এলাকায় কর্ণফুলী নদীর তীর থেকে রাহাত ইসলাম (১২) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *