শিরোনাম
Home / রাজনীতি / নির্বাচন উন্মুক্ত করেছি বলে গোলমাল করবেন না, শান্তিপূর্ণভাবে নির্বাচন করবেন- প্রধানমন্ত্রী

নির্বাচন উন্মুক্ত করেছি বলে গোলমাল করবেন না, শান্তিপূর্ণভাবে নির্বাচন করবেন- প্রধানমন্ত্রী

ঘোষণা ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি। প্রতীক বরাদ্দের পর নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। এর অংশ হিসেবে রংপুরে নির্বাচনী জনসভা করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনা দিয়েছেন তিনি। নির্বাচন কেন্দ্র করে যেন কোনো ধরনের সহিংসতা না হয়, এজন্য নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি।

শেখ হাসিনা বলেন, ‘কোনো রকম গোলমাল যেন না হয়। এবার আমরা উন্মুক্ত করে দিয়েছি। আপনারা শান্তিপূর্ণভাবে নির্বাচন করবেন।’

রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী রাশেক রহমানের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে রংপুরের মিঠাপুকুরে জায়গীর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বিএনপিকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন, ‘নির্বাচন বয়কট করেই তারা ক্ষ্যান্ত হয়নি। তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। সবাইকে সাবধান থাকতে হবে।’

শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে দেশের মানুষের উন্নতি করেছে। ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত ক্ষমতায় ছিলাম। বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছিলাম, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিলাম, স্বাক্ষরতার হার বাড়িয়েছিলাম। কিন্তু ২০০১ এ আসতে পারিনি। যারা এসেছিল আবার এদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে।’

তিনি বলেন, ‘২০০৮, ২০১৪, ২০১৮ সালে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়েছেন। আমরা জয় লাভ করেছি। ৯ (২০০৯) থেকে ২৩ (২০২৩)– বদলে যাওয়া বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, প্রযুক্তির বাংলাদেশ। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।’

জনগণের উদ্দেশে সরকারপ্রধান বলেন, ‘নৌকা মার্কায় ভোট দিয়ে আপনারা স্বাধীনতা পেয়েছেন। এক সময়ের মঙ্গাপীড়িত উত্তরবঙ্গ– মানুষের খাবার নেই, হাহাকার, পরনে ছিন্ন কাপড়, রোগের চিকিৎসা নেই। আজকে আর সেই চিত্র নেই। নৌকা মার্কা সরকারে এলে মানুষের শান্তি থাকে, ঘরে খাবার থাকে, জীবনের নিরাপত্তা থাকে, শিক্ষার আলো পান, চিকিৎসা পান, সুন্দর জীবন পান।’

রংপুর-৫ আসনের ভোটারদের আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘রাশেক আমাদের প্রার্থী। এতদিন তার বাবা ছিল। এবার তাকে দেওয়া হয়েছে। তারুণ্যই সম্পদ। আপনারা তাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আওয়ামী লীগকে জয়ী করে আপনাদের আবার সেবা করার সুযোগ দেবেন।’

রংপুর-৫ আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান। তার ছেলে রাশেক রহমান বাবার আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন।

এর আগে বেলা ১২টার দিকে তারাগঞ্জ ওয়াক্ফ এস্টেট সরকারি ডিগ্রি কলেজ মাঠে রংপুর-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের নির্বাচনী জনসভায় বক্তব্য দেন শেখ হাসিনা।

তারাগঞ্জ ও মিঠাপুকুরে জনসভা শেষে পীরগঞ্জ উপজেলায় শ্বশুরবাড়ি জয় সদনে যাবেন। সেখানে তার স্বামী ড. ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করবেন। মধ্যাহ্নভোজনের পর তিনি রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী ড. শিরীন শারমিন চৌধুরীর নির্বাচনী প্রচারে যোগ দেবেন।

Check Also

টিসিবির ভুয়া কার্ড বাতিল করা হবে: খাদ্য উপদেষ্টা

ঘোষণা ডেস্ক : খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ‘টিসিবির অনেক ভুয়া কার্ড ছিল, যেগুলো …