শিরোনাম
Home / জাতীয় / ইসির অনুমতি ছাড়া ডিসি-এসপি-পুলিশ কমিশনারদের বদলি করা যাবে না

ইসির অনুমতি ছাড়া ডিসি-এসপি-পুলিশ কমিশনারদের বদলি করা যাবে না

ঘোষণা ডেস্ক : নির্বাচনী কর্মকর্তা ও কর্মচারীদের জেলার বাইরে বদলির আদেশ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে নির্বাচন কমিশনের অনুমতি ছাড়া জেলা প্রশাসক (ডিসি), মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও এসপিদের বদলি করা যাবে না বলেও পরিপত্রে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে ইসি। ইসি জানায়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৪৪৬ অনুচ্ছেদের বিধান অনুসারে নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনী ফলাফল ঘোষণার পরবর্তী ১৫ দিনের মধ্যে নির্বাচন কমিশনের পূর্বানুমতি ব্যতিরেকে কর্মকর্তাদের স্ব স্ব কর্মস্থল হতে বদলি না করার বিধান রয়েছে। বিভাগীয় কমিশনার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ডেপুটি কমিশনার, সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ বা এসপিদের বদলি করা যাবে না। এছাড়া সংশ্লিষ্ট বিভাগ, জেলা বা মেট্রোপলিটন এলাকায় কর্মরত তাদের অধস্তন কর্মকর্তাকে কমিশনের সঙ্গে পূর্বালোচনা ব্যতীত বদলি করা যাবে না।

এ প্রসঙ্গে নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম বলেন, তফসিল ঘোষণা করা হয়েছে। সে সময়ের আগে যদি বদলি বা পদোন্নতি দেওয়া হয়ে থাকে সেটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্ব। আইনে যে পদমর্যাদার কথা বলা আছে, সে পদমর্যাদার বদলির প্রস্তাব যদি কমিশনে আসে কমিশন অনাপত্তি জ্ঞাপন করতে পারে, আপত্তিও জ্ঞাপন করতে পারে।

Check Also

এই সরকার কোনো সংবাদ মাধ্যম কিংবা প্রেস বন্ধ করেনি- প্রেস সচিব

ঘোষণা ডেস্ক :প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এ সরকার কোনো সংবাদ মাধ্যম কিংবা …