শিরোনাম
Home / চট্টগ্রাম / চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দূর্ঘটনায় নিহত ৭ জন একই পরিবারের

চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দূর্ঘটনায় নিহত ৭ জন একই পরিবারের

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের হাটহাজারীতে মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জন নিহত ও আরো দুইজন আহত হয়েছেন।  নিহতরা হলেন, চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া গ্রামের সচিন্দ্র দাশের স্ত্রী চিনু রানী দাশ (৪৫), সচিন্দ্র দাশের ছেলে শুভ দাশ (২৭), নারায়ণ দাশের মেয়ে রীতা রানী দাশ মায়া (৩৫), তার যমজ দুই ছেলে দ্বীপ দাশ (৪) ও দিগন্ত দাশ (৪) এবং তার মেয়ে বর্ষা দাশ (১০) ও শ্রাবন্তী দাশ (১৮)। এরা সবাই একই পরিবারের সদস্য। তাদের বাড়ি চন্দনাইশ উপজেলার মোহাম্মদপুর গ্রামে। এ ছাড়া আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে সচিন্দ্র দাশের অপর ছেলে বাপ্পা দাশ (৩১) ও সিএনজি চালক বিপ্লব মজুমদারকে (২৮)।

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি নূরে আলম মিনা জানান, খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম আসছিল মারসা পরিবহনের একটি বাস। চারিয়া এলাকায় ওই বাসের ধাক্কায় হাটহাজারী থেকে ফটিকছড়িগামী যাত্রীবাহী সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং সড়ক থেকে ছিটকে দূরে গিয়ে পড়ে। এ সময় সিএনজির আরোহীরা রাস্তার ওপর আছড়ে পড়েন। এতে ঘটনাস্থলেই নিহত হন সিএনজির ৭ যাত্রী। আহত হন আরো দু’জন।

Check Also

কর্ণফুলীর তীরে মিললো স্কুলছাত্রের মরদেহ, ৪ সহপাঠী আটক

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের চান্দগাঁও হামিদচর এলাকায় কর্ণফুলী নদীর তীর থেকে রাহাত ইসলাম (১২) …