শিরোনাম
Home / চট্টগ্রাম / একযোগে সিএমপির ৯ ট্রাফিক ইন্সপেক্টরকে বদলি

একযোগে সিএমপির ৯ ট্রাফিক ইন্সপেক্টরকে বদলি

ঘোষণা ডেস্ক : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৯ ট্রাফিক ইন্সপেক্টরকে বদলি করা হয়েছে। সিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আবদুল ওয়ারীশ স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়। শনিবার (৯ সেপ্টেম্বর) বদলির বিষয়টি নিশ্চিত করেন সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পিআর) স্পিনা রানী প্রামাণিক।

আদেশে বলা হয়, পাঁচলাইশ এলাকার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. তারিকুল আলমকে টিআই সল্টগোলা হিসেবে বদলি করা হয়। একইভাবে সল্টগোলা এলাকার টিআই সুভাষ চন্দ্র দে কে পেট্রোল ইন্সপেক্টর (পিআই) ডবলমুরিং, আউটার রিং রোড এলাকার টিআই ছামিউর রহমান খানকে পিআই কোতোয়ালি, মুরাদপুর এলাকার টিআই বশিরুল ইসলামকে টিআই পাঁচলাইশ, প্রবর্তক এলাকার টিআই উত্তম কুমার দেবনাথকে টিআই মুরাদপুর, আকবরশাহ এলাকার পিআই মো. কামরুজ্জামান রাজকে টিআই মোহরা, ডবলমুরিং থানার পিআই এম ইসরাফিল মজুমদারকে টিআই আউটার রিং রোড, পাহাড়তলী এলাকার পিআই মো. মাবিয়ান মিঞাকে টিআই প্রবর্তক এবং কোতোয়ালি থানা এলাকার পিআই মো. আশিকুর রহমানকে সিএমপির সদরদফতরের ট্রাফিক কন্ট্রোলরুমে বদলি করা হয়েছে।

Check Also

কর্ণফুলীর তীরে মিললো স্কুলছাত্রের মরদেহ, ৪ সহপাঠী আটক

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের চান্দগাঁও হামিদচর এলাকায় কর্ণফুলী নদীর তীর থেকে রাহাত ইসলাম (১২) …