শিরোনাম
Home / অপরাধ / শিলিগুড়ি থেকে ৫ বাংলাদেশি নারী উদ্ধার:  গ্রেফতার ৩

শিলিগুড়ি থেকে ৫ বাংলাদেশি নারী উদ্ধার:  গ্রেফতার ৩

ঘোষণা ডেস্ক : পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি রেল স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে রোববার (২৩ জুলাই) পাচারের শিকার পাঁচ বাংলাদেশি নারীকে উদ্ধার করেছে পুলিশ। এসময় গ্রেফতার করা হয়েছে সন্দেহভাজন ৩ পাচারকারীকেও।

জানা গেছে, চাকরির প্রলোভন দেখিয়ে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর দোমোহনী আন্তর্জাতিক সীমান্ত অবৈধভাবে পেরিয়ে শিলিগুড়িতে আনা হয় ওই পাঁচ বাংলাদেশি নারীকে। এরপর তাদের অন্যত্র পাচারের পরিকল্পনা ছিল।

কিন্তু তার আগেই গোপন সূত্রে খবর পায় শিলিগুড়ি পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) এবং নিউ জলপাইগুড়ি থানা পুলিশ। সেই তথ্যের ভিত্তিতে রোববার গভীর রাতে জলপাইগুড়ি রেল স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়।

উদ্ধার হওয়া ৫ নারী বাংলাদেশের রাজধানী ঢাকার বাসিন্দা। তারা পুলিশকে জানিয়েছেন, বাংলাদেশের এক ব্যক্তি ভারতে যাওয়ার সময় বলেছিলেন, তাদের জন্য কাজ রয়েছে। এরপর বাংলাদেশ থেকে তাদের ভারতে আনা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার সন্দেহভাজন পাচারকারীরা হলেন ঝন্টু রায়, ফনি রায়, এবং সঞ্জয় রায়। তারা শিলিগুড়ির বাঁকড়াভিটা, সালুগাড়া এবং আশিঘরের বাসিন্দা।

এ ঘটনার সঙ্গে কোনো আন্তর্জাতিক পাচার চক্র জড়িত কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। গ্রেফতার ব্যক্তিদের সোমবার জলপাইগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়েছে।

Check Also

বাজিতপুরে ক্যাবল ব্যবসা দখলের চেষ্টা, দূর্বৃত্তদের হামলায় মহিলা সাংবাদিকসহ আহত ৩

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের বাজিতপুর থানাধীন পিরোজপুর বাজারে ক্যাবল ব্যবসা দখলে নিতে মরিয়া একটি সংঘবদ্ধ প্রভাবশালী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *