শিরোনাম
Home / অপরাধ / চট্টগ্রামে ভ্রাম্যমাণ আদালত: ২৫ লাখ টাকার নকল ফেসওয়াশ জব্দ, লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে ভ্রাম্যমাণ আদালত: ২৫ লাখ টাকার নকল ফেসওয়াশ জব্দ, লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রাম নগরের আমতল এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ফেসওয়াশ জব্দ করেছে জেলা প্রশাসন। এসব ফেসওয়াশের গায়ে একটি ব্র্যান্ডের নাম লেখা ছিল। বিএসটিআইয়ের কোনো লোগো ছিল না। খবর পেয়ে অভিযান চালিয়ে প্রায় ২৫ লাখ টাকার নকল ফেসওয়াশ জব্দ করেছে।

বুধবার (১২ জুলাই) সকালে নগরের কোতোয়ালি থানাধীন আমতল এলাকার রয়েল টাওয়ারের তৃতীয় তলায় অবস্থিত গুদামটিতে অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। তিনি বলেন, ফেসওয়াশগুলোর গায়ে উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে একটি প্রসাধনী ব্র্যান্ডের নাম লেখা ছিল। ঠিকানা লেখা ছিল জামালপুর বিসিক শিল্প অঞ্চল। বাংলাদেশে উৎপাদিত সব পণ্য মোড়কজাত করার আগে বিএসটিআইয়ের অনুমোদন প্রয়োজন। সে অনুমোদনও তাদের ছিল না। জব্দ করা এসব পণ্যের মূল্য প্রায় ২৫ লাখ টাকা বলে তিনি জানিয়েছেন।

অবৈধ পণ্য মজুত করার দায়ে গুদামের ব্যবস্থাপক জামিল উদ্দীনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে কোতোয়ালি থানার উপ পরিদর্শক (এসআই) নয়ন চৌধুরী, বিএসটিআইয়ের পরিদর্শক মাহফুজুর রহমান এবং জিল্লুর রহমান ও হিমালয়ার চট্টগ্রাম অঞ্চলের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Check Also

চট্টগ্রামে সাবেক ভ্যাট কর্মকর্তার ৫ তলা বাড়ি ক্রোকের আদেশ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর কাতালগঞ্জে সাবেক আবগারী ও ভ্যাটের সহকারি কমিশনার নাসির উদ্দিন ও তার …