শিরোনাম
Home / চট্টগ্রাম / চট্টগ্রামে পরিবেশ দিবসের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

চট্টগ্রামে পরিবেশ দিবসের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর। উক্ত প্রতিযোগিতায় ৩০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বুধবার(৩১ মে) শিশু একাডেমি প্রাঙ্গণে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম গবেষণাগারের পরিচালক নাসিম ফারহানা শিরীন ও বিশেষ অতিথি ছিলেন পরিবশে অধিদপ্তরের উপ পরিচালক (মেট্রো) মিয়া মাহমুদুল হক।

  

বিশ্ব পরিবশে দিবস উপলক্ষে শিশু কিশোরদের নিয়ে আয়োজিত প্রতিযোগিতায় প্লে থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা ‘যেমন ইচ্ছে তেমন’ চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এ বিভাগে প্রথম হয়েছে সমৃদ্ধি চক্রবর্তী, দ্বিতীয় হয়েছে যৌথভাবে স্বস্তিকা হালদার ও প্রযুক্তা চক্রবর্তী, তৃতীয় হয়েছে তামনুন হোসেন।

৪র্থ থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের প্রতিযোগিতার বিষয় ছিল প্রকৃতি ও পরিবেশ। এতে প্রথম হয়েছে প্রাঞ্জল দাশ, দ্বিতীয় হয়েছে সৈয়দা শাওরিতা আফরিন ও সান্নিধ্য দে।

সপ্তম থেকে দশম শ্রেণির ছাত্র ছাত্রীদের বিষয়বস্তু ছিল পরিবেশ দূষণ ও এর প্রভাব। এতে নাজমুল ইসলাম অথৈ প্রথম, অনন্য চৌধুরী দ্বিতীয় ও প্রিমেল চক্রবর্তী তৃতীয় স্থান অধিকার করেন।

প্রতিযোগীতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক জনাব উত্তম বড়ুয়া, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক জনাব সনজিত রায় এবং শিশু একাডেমির প্রশিক্ষক জনাব মোছলেহ উদ্দীন।

এছাড়া অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিজয়ীদের আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার প্রদান করা হবে বলে জানান উপ পরিচালক (মেট্রো) মিয়া মাহমুদুল হক।

Check Also

চট্টগ্রামে খোলা সয়াবিনের খুচরা মূল্য ১৬০ টাকা নির্ধারণ

ঘোষণা ডেস্ক : চট্টগ্রামে ভোজ্য তেলের নতুন দর নির্ধারণ করেছে জেলা প্রশাসন। এখন থেকে খুচরা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *