শিরোনাম
Home / চট্টগ্রাম / চট্টগ্রামে বিদ্যুতের তার ছিড়ে প্রাণ হারানো রিকশাচালকের পরিবার পাচ্ছে ৫ লাখ টাকা

চট্টগ্রামে বিদ্যুতের তার ছিড়ে প্রাণ হারানো রিকশাচালকের পরিবার পাচ্ছে ৫ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের অক্সিজেন মোড়ে বিদ্যুতের তার ছিঁড়ে দগ্ধ হয়ে মারা যাওয়া রিকশাচালকের পরিবারকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে পিডিবি।

মঙ্গলবার (১৬ মে) বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে কথা বলার পর এ কথা জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান।

তিনি সংবাদ মাধ্যমকে বলেন, “দুর্ঘটনার পর মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলি এবং তিনি পিডিবি’র সাথে কথা বলে ওই রিকশাচালকের পরিবারকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন।

“এছাড়া তার (নিহতের) পরিবারে কেউ উপার্জনক্ষম থাকলে, তাকে চাকরি দেওয়ার ব্যবস্থা করতেও তিনি আমাদের বলেছেন।”

রোববার সকালে নগরীর বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন মোড়ে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে জাহেদ আলী নামের এক রিকশাচালকের উপর। দগ্ধ অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রিকশাচালক জাহেদ নগরীর বায়েজিদ বোস্তামী থানার ট্যানারি বটতল এলাকায় থাকতেন।

Check Also

কর্ণফুলীর তীরে মিললো স্কুলছাত্রের মরদেহ, ৪ সহপাঠী আটক

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের চান্দগাঁও হামিদচর এলাকায় কর্ণফুলী নদীর তীর থেকে রাহাত ইসলাম (১২) …