
ঘোষণা ডেস্ক :চট্টগ্রাম যুগ্ম জেলা ও দায়রা জজ আব্দুন নূর লিটন ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর। মঙ্গলবার(১৩ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে ঢাকা আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
আব্দুন নূর লিটন ঢাকা জেলার ধামরাই উপজেলা শরীফবাগ গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি নেত্রকোনা জেলার সহকারী জজ হিসেবে কর্মস্থল শুরু করেন। জীবনে যতদিন বেঁচে ছিলেন দক্ষ বিচারক ও সৎভাবে জীবন যাপন করতেন। তিনি কয়েকটি আইন বিষয়ক বইও লিখেন।
ধামরাই শরীফবাগ কামিল মাদরাসা মাঠে জানাজা শেষে তাকে শরিফবাগ কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এসময় জানাজায় অংশ নেন ঢাকা জেলা সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ আলী হোসাইন, জেলা সিনিয়র ও দায়রা জজ মো. সায়েদুর রহমান (অবসরপ্রাপ্ত), বিচার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল (টাঙ্গাইল) আ.ন.ম ইলিয়াস, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (মানিকগঞ্জ) আল সামাদ মাহমুদ ইসলাম, যুগ্ম মহানগর দায়রা জজ (চট্টগ্রাম) শহীদুল্লাহ কায়সার, ধামরাই থানার বিএনপির সভাপতি ও এমপি প্রার্থী আলহাজ্ব তমিজ উদ্দিনসহ সহকর্মী, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী প্রমুখ।
অপরাধ ঘোষনা aporadhghoshona
