শিরোনাম
Home / অপরাধ / মানিকগঞ্জে হাসপাতালে আশ্রয় নিতে আসা গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক

মানিকগঞ্জে হাসপাতালে আশ্রয় নিতে আসা গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক

ঘোষণা ডেস্ক :মানিকগঞ্জে হাসপাতালে আশ্রয় নিতে এসে দুই জন আনসার সদস্যের ধর্ষণের স্বীকার হয়েছেন এক গৃহবধূ। এ ঘটনায় অভিযুক্ত দুই আনসার সদস্যকে আটক করেছে পুলিশ।

রোববার (১১ জানুয়ারি) দিবাগত রাত তিনটার দিকে মানিকগঞ্জ জেনারেল হাসপাতাল এই ঘটনা ঘটে। আটকরা হলেন- আনসার সদস্য শাহাদত হোসেন ও আবু সাঈদ।

নির্যাতনের শিকার গৃহবধূ জানান, রাতে স্বামীর ব্যাটারিচালিত ভ্যানযোগে তারা নারায়ণগঞ্জ থেকে মানিকগঞ্জের বেতিলায় নানারবাড়ি যাচ্ছিলেন। রাত তিনটার দিকে ভ্যানের চার্জ শেষ হয়ে যাওয়ায় তারা সদর হাসপাতালে আশ্রয় নেন। এসময় হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই আনসার সদস্য তাদের নানাভাবে জিজ্ঞাসাবাদ করে। পরে তারা হাসপাতালের নতুন ভবনের ১০ তলার নিচ তলায় স্বামীকে রেখে ওই ভবনের দ্বিতীয় তলায় তাকে নিয়ে যায়। এরপর আনসার সদস্যরা মেয়েটিকে নানাভাবে ভয় দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করেন। পরে নিচ তলায় নেমে স্বামীকে পুরো বিষয়টি জানালে স্থানীয়দের সহযোগিতায় থানায় গিয়ে অভিযোগ জানান।

মানিকগঞ্জের পুলিশ ‍সুপার মোহাম্মদ সারওয়ার আলম বলেন, ভোরের দিকে দুই আনসার সদস্যকে আটক করা হয়েছে। নির্যাতনের শিকার গৃহবধূকে হাসপাতালে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Check Also

পাঁচলাইশে চার ভবনের নকশাবহির্ভূত অংশ ভেঙে দিল সিডিএ, ২০ লাখ টাকা জরিমানা আদায়

বিশেষ প্রতিনিধি :নগরের পাঁচলাইশে খালের জায়গা দখল করে গড়ে উঠা একটি ১৪ তলা ভবনসহ ৪টি …