
ঘোষণা ডেস্ক :সালিশি পরিষদ বা ‘আরবিট্রেশন কাউন্সিল’-এর অনুমতি নিয়েই দ্বিতীয় বিয়ে করা যাবে। সেক্ষেত্রে স্ত্রীর অনুমতির প্রয়োজন নেই। মুসলিম পারিবারিক আইনে থাকা এ বিধান বৈধতা পেয়েছে হাইকোর্টের এক রায়ে।
সালিশি পরিষদ বা ‘আরবিট্রেশন কাউন্সিল’-এর অনুমতি নিয়েই দ্বিতীয় বিয়ে করা যাবে। সেক্ষেত্রে স্ত্রীর অনুমতির প্রয়োজন নেই। মুসলিম পারিবারিক আইনে থাকা এ বিধান বৈধতা পেয়েছে হাইকোর্টের এক রায়ে।
ওই বিধান চ্যালেঞ্জ করে প্রথম স্ত্রীর অনুমতি নেয়ার বিধান চেয়ে চার বছর আগে রিট মামলা করেছিলেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। সেই আবেদন খারিজ করে রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের বেঞ্চ গত বছর আগস্টে এ রায় দেন। ডিসেম্বরে পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) এটি জানাজানি হয়।
আইনজীবী ইশরাত হাসান ২০২২ সালের জানুয়ারিতে সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে এ রিট মামলা করেন। ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের ৬ ধারা কেন অবৈধ, অসাংবিধানিক এবং আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, সেই মর্মে রুল চাওয়া হয় সেখানে। পরে তিনি একটি সম্পূরক আবেদন দাখিল করে প্রার্থিত রুলের ভাষায় পরিবর্তন আনেন।
২৪ পাতার পূর্ণাঙ্গ রায়ে আদালত পর্যবেক্ষণ দিয়েছেন যে ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইনে দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে স্ত্রীর অনুমতির বিষয়ে সরাসরি কোনো বাধ্যবাধকতা নেই। বিষয়টি মূলত সালিশি পরিষদের এখতিয়ারভুক্ত। এতদিন প্রচলিত ছিল যে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে শাস্তিযোগ্য অপরাধ।
হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়ার ঘোষণা দিয়েছেন রিটকারী।
অপরাধ ঘোষনা aporadhghoshona
