
ঘোষণা ডেস্ক : রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ‘মব’ করে আইনজীবী নাঈম কিবরিয়াকে হত্যা মামলার প্রধান আসামি জোবায়ের হোসেন পাপ্পুকে গ্রেপ্তার করেছে র্যাব-১। রোববার(৪ জানুয়ারি) রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন আসামি জোবায়ের।
এতে বলা হয়, আইনজীবী নাঈম কিবরিয়া গত ১৭ ডিসেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জে তার আত্মীয় রাকিবুল ইসলামের বাসায় বেড়াতে যান। ৩১ ডিসেম্বর রাত ৯টার দিকে আত্মীয়ের ব্যবসায়িক অংশীদার মোতালেব মিয়ার প্রাইভেট কার নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকায় ঘুরতে বের হন। এ সময় বসুন্ধরা আবাসিক এলাকায় একটি মোটরসাইকেলে ধাক্কা লাগাকে কেন্দ্র করে তর্ক-বির্তক হয়। এ সময় অন্য মোটরসাইকেলে থাকা কিছু লোক নাঈমকে নামিয়ে বেধড়ক মারধর করে। রাতেই তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় ভাটারা থানায় মামলা হয়।
এদিকে নাঈম কিবরিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছেন ঢাকার আইনজীবীরা। রবিবার পুরান ঢাকার ঢাকা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে সচেতন আইনজীবী সমাজের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
র্যাব জানায়, ঘটনাটি গণমাধ্যমে প্রচারিত হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর র্যাব-১ ছায়া তদন্ত শুরু করে আসামিদের গ্রেপ্তারে নামে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার জোবায়ের ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে এলিট ফোর্স র্যাব। র্যাবের বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। গ্রেপ্তার ব্যক্তিকে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ডিএমপির ভাটারা থানা পুলিশের নিকট হস্তান্তর করা কয়েছে।
অপরাধ ঘোষনা aporadhghoshona
