শিরোনাম
Home / রাজনীতি / তারেক রহমানের একান্ত সচিব হলেন আব্দুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলী

তারেক রহমানের একান্ত সচিব হলেন আব্দুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলী

ঘোষণা ডেস্ক :বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত সচিবালয়ে নতুন দুটি গুরুত্বপূর্ণ নিয়োগ সম্পন্ন হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, বাংলাদেশ সরকারের সাবেক সচিব এবিএম আব্দুস সাত্তারকে তারেক রহমানের একান্ত সচিব এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাধারণ সম্পাদক এএএম সালেহ (সালেহ শিবলী)-কে তাঁর প্রেস সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে। এই নিয়োগের ফলে তারেক রহমানের প্রশাসনিক ও জনসংযোগমূলক কার্যক্রম আরও সুসংগঠিত হবে বলে ধারণা করা হচ্ছে।

নবনিযুক্ত কর্মকর্তাদের পেশাগত অভিজ্ঞতা অত্যন্ত সমৃদ্ধ এবং তারা দীর্ঘদিন ধরে দলের শীর্ষ নেতৃত্বের সাথে কাজ করছেন। এবিএম আব্দুস সাত্তার ইতিপূর্বে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একান্ত সচিব হিসেবে দীর্ঘদিন নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। প্রশাসনিক কর্মকর্তা হিসেবে তাঁর দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দাপ্তরিক কাজে বিশেষ সহায়ক হবে। অন্যদিকে, এএএম সালেহ শিবলী পেশায় একজন জ্যেষ্ঠ সাংবাদিক এবং তিনি এর আগে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মতো গুরুত্বপূর্ণ পেশাদার সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। তিনি দীর্ঘদিন ধরেই বিদেশে অবস্থানকালে তারেক রহমানের প্রেস সংক্রান্ত বিষয়গুলো দেখাশোনা করে আসছিলেন।

উল্লেখ্য যে, গত ২৫ ডিসেম্বর দীর্ঘ নির্বাসন শেষে তারেক রহমান যখন যুক্তরাজ্য থেকে বাংলাদেশে ফেরেন, তখন সালেহ শিবলী তাঁর সফরসঙ্গী হিসেবে একই বিমানে দেশে ফিরেছিলেন। দলীয় নীতিনির্ধারকদের মতে, অভিজ্ঞ এই দুই কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার মাধ্যমে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দাপ্তরিক কাজ এবং গণমাধ্যমের সাথে যোগাযোগ রক্ষা করার প্রক্রিয়া আরও গতিশীল হবে। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই সময়ে এই ধরনের নিয়োগগুলো দলের প্রশাসনিক ভিত্তি আরও মজবুত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বিএনপির প্রেস উইং থেকে জানানো হয়েছে যে, এই আদেশ ইতিমধ্যে কার্যকর হয়েছে এবং তাঁরা তাঁদের ওপর অর্পিত দায়িত্ব পালন শুরু করেছেন।

Check Also

ত্রয়োদশ সংসদ নির্বাচন: ভোটের ট্রেনে চড়তে চান আড়াই হাজার প্রার্থী

ঘোষণা ডেস্ক :তিন দশক পর আওয়ামী লীগকে বাইরে রেখে যে সংসদ নির্বাচন হতে যাচ্ছে, তাতে …