শিরোনাম
Home / জাতীয় / ত্রয়োদশ সংসদ নির্বাচন: ভোটের ট্রেনে চড়তে চান আড়াই হাজার প্রার্থী

ত্রয়োদশ সংসদ নির্বাচন: ভোটের ট্রেনে চড়তে চান আড়াই হাজার প্রার্থী

ঘোষণা ডেস্ক :তিন দশক পর আওয়ামী লীগকে বাইরে রেখে যে সংসদ নির্বাচন হতে যাচ্ছে, তাতে ৩০০ আসনে ২ হাজার ৫৮২টি মনোনয়নপত্র জমা পড়েছে।

চব্বিশের অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যাক্রমে নিষেধাজ্ঞা থাকায় নিবন্ধনও স্থগিত হয়েছে, ফলে ১৯৯৬ সালের ফেব্রুয়ারির পর প্রথমবারের মত দেশের অন্যতম প্রাচীন এ দলটিকে ছাড়াই নির্বাচন হতে যাচ্ছে। তাদের ১৪ দলীয় জোটের দুই শরিক জাসদ ও ওয়ার্কার্স পার্টি ভোট বর্জনের ঘোষণা দিয়েছে।

তবে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, জাতীয় পার্টিসহ ‘অধিকাংশ দল’ নির্বাচনে থাকায় এবং এখন পর্যন্ত ভোটের পরিবেশ শান্তিপূর্ণ থাকায় সন্তোষ প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমার সময় শেষে সোমবার সন্ধ্যায় নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, “সার্বিক পরিস্থিতি ভালো। কোথাও কোনো ঝামেলা হয়নি, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও আসেনি। অনেকটাই শান্তিপূর্ণ হয়েছে মনোনয়ন জমা। সাধারণত ছোটোখাটো ঝামেলা হয়, মারামারি হয় দুই পক্ষের, শোডাউন হয়–এবার সেসব দেখা যায়নি।”

মনোনয়নপত্র জমার সময় আর বাড়ানো হচ্ছে না জানিয়ে তিনি বলেন, “অনেক প্রার্থীর আগ্রহ দেখা গেছে, অনেক পার্টি ইনভল্ভ হয়েছে, সেদিক দেখে ভালো। ইটস আ গুড সাইন ফর ইলেকশন। যেভাবে শান্তিপূর্ণভাবে, আচরণবিধি মেনে সব দল অংশ নিয়েছে, ভোটের দিন পর্যন্ত এমন পরিবেশ বজায় রাখবে, নির্বাচন কমিশনকে সহায়তা করবে।”

ভোটের এই পরিবেশ আগামীতেও ধরে রাখার ওপর জোর দিচ্ছেন নির্বাচন বিশ্লেষক আব্দুল আলীম।

তিনি বলেন, “বাছাই পর্ব শেষে আপিল-নিষ্পত্তির বিষয় রয়েছে। সামনে প্রচারের বিষয় রয়েছে। এরপর দলগুলোর অনেকে বলছে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। দলগুলোকে আস্থায় আনতে হবে, মাঠটা যেন সমতল করতে পারে।”

নির্বাচনি ট্রেন এভাবে চললে নির্বাচনি পরিবেশ বিঘ্নিত হওয়ার শঙ্কা দেখছেন না আব্দুল আলীম; তবে তার অন্য আশঙ্কা রয়েছে।

“কেউ ইলেকশনকে ব্যাহত করার চেষ্টা করবে না–এটার গ্যারান্টি নেই, করতেই পারে। এজন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে হবে, যাতে কোনো ফোর্স সাকসেসফুল না হয়। আইন শৃঙ্খলাবাহিনীকে সজাগ থাকতে হবে। দলগুলোকে নমনীয় হয়ে আইন-বিধি অনুসরণ করে কাজ করতে হবে, ঐকমত্যে থাকতে হবে-নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই।”

আসনপ্রতি ৮টির বেশি মনোনয়নপত্র

ইসি সচিবালয়ের কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহ্বায়ক ও এনআইডি উইং এর মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর জানান, ৩০০ আসনে ৩ হাজার ৪০৭টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল। এরমধ্যে মনোনয়নপত্র জমা পড়েছে ২ হাজার ৫৮২টি। সে হিসাবে আসনপ্রতি ৮টির বেশি মনোনয়নপত্র জমা পড়েছে।

Check Also

ভোটারদের কেন্দ্রে আসা বন্ধে ছড়ানো হতে পারে টাকা: ইসিকে মাঠ প্রশাসন-পুলিশ

ঘোষণা ডেস্ক : ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে বিরাজমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে কেন্দ্রীয় ও মাঠ …