
ঘোষণা ডেস্ক :ঝুঁকিতে রয়েছেন এমন রাজনীতিক, জুলাই যোদ্ধা, সাংবাদিকসহ ২০ জনকে দেওয়া হয়েছে গানম্যান। ডিজিএফআই, এনএসআই, এসবির রিপোর্টে যারা ঝুঁকির মধ্যে আছেন-এমন লিস্টের ভিত্তিতে তাদের গানম্যান দেওয়া হয়। সোমবার (২২ ডিসেম্বর) আইনশৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৮তম সভা শেষে সাংবাদিকদের ব্রিফকালে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, প্রথম আলো, ডেইলি স্টার সম্পাদকসহ ২০ জনকে গানম্যান দেওয়াসহ পত্রিকা দুটির সম্পাদকের নিরাপত্তার জন্য তাদের বাসায়ও নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। এছাড়া প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলার ঘটনায় ডিএমপি ১৭ জনকে গ্রেফতার করেছে বলে জানান তিনি।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই যোদ্ধা শহীদ ওসমান বিন হাদির খুনিদের গ্রেফতারের বিষয়ে তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। এ ঘটনায় ন্যায়বিচার নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর। এ হত্যাকাণ্ডে জড়িত কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইতোমধ্যে হাদি হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত ১০ জনকে যৌথ বাহিনী গ্রেফতার করেছে। তাদের মধ্যে রয়েছেন হত্যাকাণ্ডের মূল হোতা ফয়সাল করিমের স্ত্রী শাহেদা পারভীন সামিয়া, মা ও বাবা, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু এবং মোটরসাইকেল মালিক আব্দুল হান্নান। তাছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল, ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৪১ রাউন্ড গোলাবারুদ ও ১টি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, অতিদ্রুত এ ঘটনার মূল হোতা ফয়সাল করিম মাসুদকে শনাক্ত ও আইনের আওতায় আনা হয়েছে। তবে হত্যাকাণ্ডের মোটিভ উদ্ধার ও গোপনীয়তা বজায় রক্ষার স্বার্থে এ বিষয়ে এখনই বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না। তবে আমরা আপনাদের আশ্বস্ত করছি, এ বিষয়ে বেশ অগ্রগতি হয়েছে এবং তাকে (মূল হোতাকে) খুঁজে বের করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে দালালচক্র ফিলিপের সহযোগীসহ পাঁচজনকে (স্ত্রী, শ্বশুরসহ) আটক করে বিজিবি যথাযথ আইনি প্রক্রিয়ায় পুলিশের কাছে হস্তান্তর করেছে। এর আগের দিন রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পুলিশ, র্যাব ও বিজিবির যৌথ প্রেস ব্রিফিংয়ের উদ্ধৃতি দিয়ে তিনি এসব কথা বলেন। ওসমান হাদি হত্যার সন্দেহভাজন ফয়সাল দেশে নাকি বাইরে-এ প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হাদির হত্যাকারী কোথায় আছে জানলে তো ধরেই ফেলতাম; দেশেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে। তবে হাদির হত্যাকারী বৈধ পথে যায়নি, অবৈধ পথে গেছে কি না, আমি বলতে পারব না।
ওসমান হাদির আততায়ীদের ধরতে না পারায় ডাকসু, ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন সংগঠনের তরফ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগ দাবি করা হয়েছে-এ তথ্য তুলে ধরে এক সাংবাদিক জানতে চান, ‘আপনি পদত্যাগ করেছেন বলে রোববার দিনভর গুঞ্জন ছিল।’ জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পদত্যাগ করলে আমি এখানে বসতাম না।’
এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা নিরাপত্তার স্বার্থে ২০ জনের গানম্যান পাওয়ার বিষয়টি জানালেও প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম ছাড়া আর কারও নাম উল্লেখ করেননি। তবে খোঁজখবর নিয়ে যারা গানম্যান পেয়েছেন বা পেতে যাচ্ছেন, তাদের কয়েকজনের নাম পাওয়া গেছে। যাদের মধ্যে নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, ডা. তাসনিম জারা ছাড়াও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান, বাংলাদেশ জাতীয় পার্টির (জেপি) প্রধান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বিএনপি মনোনীত মেহেরপুর-১ আসনের সম্ভাব্য প্রার্থী মাসুদ অরুণ, গোপালগঞ্জ-১ আসনের সেলিমুজ্জামান সেলিম ও গোপালগঞ্জ-৩ আসনের এসএম জিলানী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহম্মেদ সেখ, স্বতন্ত্র সংসদ-সদস্য পদপ্রার্থী মুহাম্মদ শাখাওয়াত হোসাইন (হিরু) প্রমুখ গানম্যান চেয়ে আবেদন করেছেন। ঢাকা-৪ আসনের বিএনপি মনোনীত সম্ভাব্য প্রার্থী তানভীর আহমেদ (রবিন) ও পাবনা-৩ আসনের হাসান জাফির তুহিন চেয়েছেন আগ্নেয়াস্ত্রের লাইসেন্স। নিরাপত্তা চাওয়া হয়েছে জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহম্মেদ সেখের জন্য।
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের ব্যক্তিগত নিরাপত্তার জন্য সার্বক্ষণিক গানম্যান ও বাসভবনের নিরাপত্তার জন্য সশস্ত্র পুলিশ সদস্য চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়।
গানম্যান পাওয়ার পর সারজিস আলম ও রাশেদ খান বলেন, দেশজুড়ে যারা সহিংসতা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আগে। সারজিস বলেন, কোনো প্রটোকল নয়, একজন করে গানম্যান দিয়েছেন। যারা সিভিলে থাকেন। এটা দিয়ে নিরাপত্তা ঝুঁকি হ্রাস করা সম্ভব হয় না। নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সংশ্লিষ্ট বিচারালয় থেকে যেন আওয়ামী সন্ত্রাসীরা ছাড় ও জামিন না পায়, এটা নিশ্চিত করতে হবে।
রাশেদ খান বলেন, গোয়েন্দা সংস্থা ও সরকারের কাছে তথ্য রয়েছে আমিসহ বেশ কয়েকজন ঝুঁকির তালিকায় রয়েছি। এর ভিত্তিতে সরকারের জায়গা থেকে নিরাপত্তার উদ্যোগ নিয়েছে। কিন্তু এই নিরাপত্তা কতটুকু কার্যকর হবে, সেটা আমরা কেউ বিবেচনা করতে পারছি না।
সূত্র জানায়, গানম্যান অথবা অস্ত্রের লাইসেন্স চেয়ে ১৫ জন রাজনীতিকের আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে। পাশাপাশি ২৫ জন সরকারি কর্মকর্তাও অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করেছেন।
এদিকে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৮তম সভা উপলক্ষ্যে আয়োজিত পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলনে সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে। এটিকে আরও জোরদার ও বেগবান করার জন্য এবং ফ্যাসিস্ট টেরোরিস্টদের দমনের উদ্দেশ্যে ১৩ ডিসেম্বর অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ চালুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ অপারেশনের মাধ্যমে ২০ ডিসেম্বর পর্যন্ত ৬৫৯৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তাছাড়া এ অভিযানে ৫৬টি আগ্নেয়াস্ত্র, ৪৩৭ রাউন্ড গুলি, ১৩৭ রাউন্ড কার্তুজ, ৬২টি দেশীয় অস্ত্র, গ্রেনেড, মর্টারের গোলা, গান পাউডার, আতশবাজি, বোমা তৈরির উপকরণ প্রভৃতি উদ্ধার করা হয়েছে। এ সময় মামলা ও ওয়ারেন্টমূলে ৬৯০৭ জনসহ সর্বমোট ১৩৫০৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কেও সভায় আলোচনা হয়েছে। আপনারা জানেন, ইতোমধ্যে নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ঢাকসু, জাকসু, রাকসু ও চাকসু নির্বাচন সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় এ নির্বাচনগুলো আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি। আশা করছি, একইভাবে জকসু নির্বাচন সুষ্ঠু, নিরাপদ, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আমরা সক্ষম হব।
তিনি বলেন, বড়দিন খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ পবিত্র উৎসব যাতে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে পারে, সে বিষয়ে পর্যাপ্ত নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বড়দিন ও থার্টিফার্স্ট নাইটে কোনো প্রকার আতশবাজি করা যাবে না। রাস্তা অবরোধ বা ব্লকেড করে কোনো অনুষ্ঠান করা যাবে না। প্রতিটি গির্জার জন্য পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এ উপলক্ষ্যে গুলশান, বনানীসহ রাজধানীর অভিজাত এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হচ্ছে। বড়দিন ও থার্টিফার্স্ট নাইটে রাজধানীতে যাতে ট্রাফিক চলাচল স্বাভাবিক থাকে, সে বিষয়ে ডিএমপি প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তাছাড়া এ উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী নগরীতে টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করেছে।
উপদেষ্টা বলেন, সভায় আইনশৃঙ্খলা বাহিনীকে বেশকিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর মাধ্যমে সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের আরও বেশি হারে গ্রেফতার করা; গোয়েন্দা নজরদারি আরও বৃদ্ধি ও নিবিড়করণ; রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কেপিআই স্থাপনাগুলোর নিরাপত্তায় বিশেষায়িত বাহিনী স্ট্যান্ডবাই রাখা; ঢাকা মহানগরীসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোয় চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম বৃদ্ধি করা; পুলিশ সদর দপ্তরের কন্ট্রোল রুমের মাধ্যমে তা নিয়মিতভাবে মনিটরিং করা এবং নগরীর বিভিন্ন স্থানে স্থাপিত সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করা।
ময়মনসিংহে পোশাক শ্রমিককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায়ও ১০ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি। এছাড়া ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আগমন উপলক্ষ্যে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।
উপদেষ্টা বলেন, ডেভিল হান্ট ফেজ-২ অপারেশনের অংশ হিসাবে ২০০০ চেকপোস্ট বসানো হয়েছে। এর মাধ্যমে বিভিন্ন যানবাহন (প্রাইভেট কার, মোটরসাইকেল প্রভৃতি) তল্লাশি করা হচ্ছে এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলছে। নির্বাচন উপলক্ষ্যে পুলিশের প্রশিক্ষণ তিনভাগের দুইভাগ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বডি ওর্ন ক্যামেরার ব্যবহার বিষয়েও তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
অপরাধ ঘোষনা aporadhghoshona
