
মো: জিয়াউল হক :চট্টগ্রামে দেড় লাখ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৭। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে পূর্ব কাঠগর ধুমপাড়া এলাকা থেকে মোঃ নাছির নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করার কথা জানান র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন।
তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব কাঠগর ধুমপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি মোঃ নাছিরকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে দেড় লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য সাড়ে ৪ কোটি টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাছির স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত এবং সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে পাইকারি দামে শহরেরর বিভিন্ন এলাকায় খুচরা ব্যবসায়ীদের কাছে সরবরাহ করতো।
তার বিরুদ্ধে পতেঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
অপরাধ ঘোষনা aporadhghoshona
