শিরোনাম
Home / অপরাধ / সাহায্য চেয়েও না পাওয়ার অভিযোগ প্রথম আলো ও ডেইলি স্টারের

সাহায্য চেয়েও না পাওয়ার অভিযোগ প্রথম আলো ও ডেইলি স্টারের

ঘোষণা ডেস্ক:ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর আসার পর বৃহস্পতিবার(১৮ ডিসেম্বর) রাতে হামলার শিকার হওয়ার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে প্রথম আলো ও ডেইলি স্টার। হামলাকারীরা পৌঁছানোর আগে সরকারের উচ্চ পর্যায়ে সাহায্য চেয়েও তা না পাওয়ার অভিযোগ করেছে তারা।

বৃহস্পতিবার মধ্য রাত থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত অনলাইন কার্যক্রম বন্ধ ছিল, পরে রাত থেকে আবার সংবাদ মাধ্যম দুটির অনলাইন চালু হয়।
সন্ধ্যায় প্রথম আলোর অনলাইনে ‘প্রতিষ্ঠানের ওপর হামলা নিয়ে প্রথম আলোর বক্তব্য’ শীর্ষক একটি লেখা প্রকাশ করা হয়েছে।

তাতে বলা হয়েছে, “প্রথম আলোর অফিস উদ্দেশ্য–প্রণোদিত ও সংগঠিত আক্রমণের শিকার হয়েছে”।

পত্রিকাটি বলেছে, হামলা, ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের কারণে প্রথম আলো প্রতিষ্ঠার ২৭ বছরের ইতিহাসে, কোনো সংবাদপত্র–জনিত ছুটি বাদে পত্রিকাটি এই প্রথম প্রকাশ করা সম্ভব হয়নি।

একই কারণে প্রতিষ্ঠানটির অনলাইন কার্যক্রমও দীর্ঘ সময় ধরে বন্ধ রাখতে হয়।

‘সম্পূর্ণ নিরাপত্তাহীন’ পরিস্থিতিতে প্রতিষ্ঠানটির কর্মীরা ‘জীবন নিয়ে শঙ্কায়’ ছিল বলেও জানায় প্রথম আলো।

তবে গণমাধ্যম প্রতিষ্ঠানটি দ্রুতই অনলাইন কার্যক্রম পুরোপুরি শুরু করবে এবং আগামীকাল থেকে যথারীতি পত্রিকাও প্রকাশিত হবে বলে জানানো হয়েছে।

হামলার প্রতিবাদে শুক্রবার(১৯ ডিসেম্বর) বিকালে প্রথম আলোর সামনে প্রতিষ্ঠানের কর্মীরা একটি মানববন্ধনেও অংশ নেন।

এদিকে, হামলার শিকার হওয়ার দিনটিকে ‘বাংলাদেশের জন্য এক কালো দিন’ বলে উল্লেখ করেছে প্রথম আলো ও ডেইলি স্টার।

‘সমন্বিত ও দ্রুত পদক্ষেপ নেওয়া হলে’ ডেইলি স্টার ভবনের ছাদে আটকে পড়া কর্মীদের ঘণ্টার পর ঘণ্টা ‘চরম অনিশ্চয়তা ও মৃত্যুভয়ে কাটাতে হতো না’ বলে অভিযোগ করেছেে ডেইলি স্টার।

বাংলাদেশে এর আগেও রাজনৈতিক চাপে ছিল এই দুটি গণমাধ্যম। তবে গত বছর পাঁচই অগাস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর তারা বেশ কয়েকবার হামলার শিকার হওয়ার হুমকিতে পড়েছে। প্রথম আলোর কার্যালয়ের সামনে উগ্রপন্থিদের গরু জবাই করে খাওয়া-দাওয়ার মাধ্যমে এক ধরনের চাপ সৃষ্টির ঘটনা দেখা গেছে।
তবে এবারই প্রথম প্রতিষ্ঠান দুটি এ ধরনের হামলার শিকার হলো।

এদিকে বাংলাদেশের অন্তর্বতী সরকার গত রাতের হামলার ঘটনার ১২ ঘণ্টারও বেশি সময় পর তাদের পক্ষ থেকে বিবৃতি দিয়েছে। কেন হামলা থামানো গেলো না – এ বিষয়ে কোনো ব্যাখ্যা না দিয়ে ‘ন্যায়বিচারের’ এবং প্রতিষ্ঠান দুটির ‘পাশে থাকার’ আশ্বাস দিয়েছে সরকার।

Check Also

অস্ত্রোপচারের সময় মারা যান হাদি: ডা. আহাদ

ঘোষণা ডেস্ক:ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি অবশেষে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্না লিল্লাহি …