শিরোনাম
Home / অপরাধ / চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, লক্ষাধিক টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, লক্ষাধিক টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রাম নগরীতে অতি-অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রক্রিয়াকরণ ও উৎপাদন করায় আল্লার দান বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া নানা অপরাধে আরও ৫টি প্রতিষ্ঠানকে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর) নগরীর বায়োজিদ থানাধীন, অক্সিজেন মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তররের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ। এসময় আরও উপস্থিথ ছিলেন সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

তিনি জানান, অতি-অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রক্রিয়াকরণ ও উৎপাদন করায় আল্লার দান বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মূল্য তালিকা না থাকায় আজগরের মাংসের দোকানে ১ হাজার টাকা, অনঅনুমোদিত ওষুধ বিক্রি করায় অক্সিজেন ফার্মেসিকে ৬ হাজার টাকা, অপরিষ্কার ও অপরিচ্ছন্নতার জন্য মদিনা হোটেলেকে ২ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং স্যাম্পল ওষুধ বিক্রি করায় মেসার্স আল মদীনা ফার্মেসিকে ২০ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং নকল ওষুধ বিক্রির জন্য মেসার্স আল শিফা ফার্মেসিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Check Also

৪ মামলায় জামিন সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তার স্ত্রী তামান্নার

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রামের আলোচিত ওয়াসিম হত্যাসহ ৪টি পৃথক খুনের মামলায় গোপনে ২দিনে জামিন পেয়েছেন শীর্ষ …