শিরোনাম
Home / অপরাধ / ৪ মামলায় জামিন সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তার স্ত্রী তামান্নার

৪ মামলায় জামিন সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তার স্ত্রী তামান্নার

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রামের আলোচিত ওয়াসিম হত্যাসহ ৪টি পৃথক খুনের মামলায় গোপনে ২দিনে জামিন পেয়েছেন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তার স্ত্রী তামান্না শারমিন। তবে তাদের বিরুদ্ধে আরো একাধিক হত্যা ও সন্ত্রাসী মামলা থাকায় এখনই কারামুক্ত হওয়ার সুযোগ নেই। সাজ্জাদ ১০টি খুনসহ ১৯ মামলার আসামি। এর মধ্যে চট্টগ্রামে জোড়া খুন, প্রকাশ্যে সন্ত্রাসী বাবলার আলোচিত খুনও রয়েছে। তার স্ত্রীর বিরুদ্ধেও রয়েছে একাধিক খুনসহ ৮টি মামলা। জামিনের বিষয়টি স্বীকার করে সাজ্জাদের আইনজীবী আবু বক্কর সিদ্দিক জানান, কারাবন্দি সাজ্জাদ ও তামান্না চারটি মামলায় জামিন পেয়েছেন। সেই জামিননামা কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, ২০২৪ সালের ১৯শে আগস্ট চান্দগাঁও থানায় দোকান-কর্মচারী শহিদুল ইসলাম হত্যা মামলায় সাজ্জাদ ও তামান্নাকে গত ১৫ই সেপ্টেম্বর জামিন দেন হাইকোর্ট। একই দিন হাইকোর্টের একই বেঞ্চে ২০২৪ সালের ১৮ই আগস্ট পাঁচলাইশ থানার ওয়াসিম আকরাম হত্যা মামলায় এ দম্পতিসহ তিনজনকে জামিন দেয়া হয়। এক সপ্তাহের ব্যবধানে ২২শে সেপ্টেম্বর ওই একই বেঞ্চ ২০২৪ সালের ২৮শে আগস্ট পাঁচলাইশ থানার দোকান-কর্মচারী মো. ফারুক হত্যা মামলায় তামান্না ও সাজ্জাদ জামিন পান। ওই দিনই পাঁচলাইশ থানার আফতাব উদ্দিন তাহসীন হত্যা মামলায়ও জামিন পান তারা। চারটি মামলাতেই কোর্ট রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাজ্জাদ ও তামান্নাকে জামিন দিয়েছেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি ইউসুফ আবদুল্লাহ সুমনের দ্বৈত বেঞ্চ। ১৫ ও ২২শে সেপ্টেম্বর জামিন হলেও এর নির্দেশে হাইকোর্টের সহকারী রেজিস্ট্রার মো. ইউসুফ আলী যথাক্রমে ১৮ই সেপ্টেম্বর ও ৫ই অক্টোবর স্বাক্ষর করেন। সেই জামিন নির্দেশ চট্টগ্রাম আদালতে এসে পৌঁছে প্রায় আড়াই মাস পর ৮ই ডিসেম্বর।

Check Also

চট্টগ্রাম বন্দরে চাঁদাবাজ কারা নাম প্রকাশ করুন : নৌ পরিবহন উপদেষ্টাকে মেয়র

সরকারের নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেনকে চট্টগ্রামে আসতে না দেয়ার হুমকি দিয়েছেন চট্টগ্রাম …