শিরোনাম
Home / অপরাধ / চট্টগ্রামে বেড়িবাঁধ রক্ষায় ড্রেজার ও বাল্কহেড পুড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা

চট্টগ্রামে বেড়িবাঁধ রক্ষায় ড্রেজার ও বাল্কহেড পুড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা

চট্টগ্রামের সীতাকুণ্ডের সন্দ্বীপ চ্যানেল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী ড্রেজার ও একটি বাল্কহেডে আগুন দিয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজের পর কুমিরা ফেরিঘাট সংলগ্ন উপকূলে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে রাত-দিন নির্বিচারে চ্যানেল থেকে বালু উত্তোলন করে বেআইনিভাবে বিক্রি করছে। তাদের এ কর্মকাণ্ডে উপকূলীয় বেড়িবাঁধে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে এবং বসতবাড়ি ও ফসলি জমি হুমকির মুখে পড়েছে।

এলাকাবাসীর ভাষ্যমতে, বারবার নিষেধ ও অভিযোগ করেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ না থাকায় ক্ষুব্ধ লোকজন শুক্রবার জুমার নামাজ শেষে একত্রিত হয়ে উপকূলে অবস্থান নেন। পরে তারা বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার ও বাল্কহেড পুড়িয়ে দেয়।

স্থানীয়রা বলেন, “চ্যানেলের বালু তোলা বন্ধ না হলে পুরো কুমিরা উপকূল ঝুঁকিতে পড়বে। বহুদিন ধরে প্রশাসনকে জানানো হলেও কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি। বাধ্য হয়েই আমরা প্রতিরোধে নেমেছি।”

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, উপকূল রক্ষায় অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

Check Also

জমকালো আয়োজনে এফ. এ. ক্রিয়েটিভ ফার্ম লিমিটেডের এক যুগপূর্তি উদযাপন

দেশের শীর্ষস্থানীয় জনপ্রিয় সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান এফ. এ. ক্রিয়েটিভ ফার্ম লিমিটেড তাদের প্রতিষ্ঠার এক যুগপূর্তি …