শিরোনাম
Home / অপরাধ / চট্টগ্রামে নিজ বাসায় প্রবাসী খুন, পরকীয়া প্রেমিকসহ স্ত্রী আটক

চট্টগ্রামে নিজ বাসায় প্রবাসী খুন, পরকীয়া প্রেমিকসহ স্ত্রী আটক

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে আকিব হোসন (৩২) নামে এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে চান্দগাঁও থানার পাঠানিয়াগোদা এলাকার একটি ভবনে এ ঘটনা ঘটে। নিহতের গলায় একাধিক ছুরির আঘাত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আকিব হোসেনের বাড়ি কুমিল্লার লাঙ্গলকোট এলাকায়। দুই মাস আগে তিনি দুবাই থেকে দেশে আসেন। চট্টগ্রাম নগরীর পাঠানিয়াগোদা এলাকায় থাকতেন তিনি।

এ ঘটনায় নিহত আকিবের স্ত্রী পুষ্পিতা হোসেন এবং তার পরকীয়া প্রেমিক সাইফকে আটক করা হয়েছে। পুষ্পিতা হোসেন ব্রাহ্মণবাড়িয়া ও সাইফ কর্ণফুলী উপজেলার মইজ্যারটেক এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল কবির বলেন, আকিবের স্ত্রীর সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইফুল নামে এক যুবকের পরিচয় হয়। আকিবের সন্দেহ তার স্ত্রীর সঙ্গে সাইফুলের পরকীয়া সম্পর্ক আছে।

ওসি আরও জানান, শনিবার সকালে আকিবের সঙ্গে তার স্ত্রীর পরকীয়া নিয়ে কথা কাটাকাটি হয়। পরে সন্ধ্যায় সাইফুলকে তাদের বাসায় ডেকে আনা হয়। এরপর সাইফুল আকিবকে ছুরি দিয়ে আঘাত করেন। ধস্তাধস্তির একপর্যায়ে সাইফুলও আহত হন। খবর পেয়ে পুলিশ আকিবের লাশ উদ্ধার করে এবং আহত সাইফুল ও আকিবের স্ত্রীকে থানা হেফাজতে নেয়।

Check Also

চন্দনাইশে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রামের চন্দনাইশে যৌতুকের জন্য অন্তঃসত্ত্বা  স্ত্রীকে হত্যার ১ দিন পর একই রকম আরো …