
নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রামের চন্দনাইশে যৌতুকের জন্য অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার ১ দিন পর একই রকম আরো একটি ঘটনার সাক্ষী হলো এলাকাবাসী। আলভী নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগে মো. রিজুয়ান (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩ সেপ্টেম্বর) ভোরে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। গ্রেফতার রিজুয়ান চন্দনাইশের বরকল ইউনিয়নের গোলাম শরীফের ছেলে।
জানা যায়, ভোরে আলভীর মা তসলিমা আক্তার মেয়ের শ্বশুর বাড়িতে এসে বাথরুমে মেয়ের মরদেহ দেখে চন্দনাইশ থানা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলভীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর চন্দনাইশে অন্তঃসত্ত্বা মুক্তা আক্তারকে (২৬) মারধরের পর ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে তার স্বামী পারভেজ ও শাশুড়ি পলাতক রয়েছেন।