শিরোনাম
Home / জাতীয় / অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের

অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের

ঘোষণা ডেস্ক :সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ- জামান অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে তার সরকারের প্রতি পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সোমবার (১ সেপ্টেম্বর) এক সৌজন্য সাক্ষাতে এই আশ্বাস দেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বর্তমান পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তা করায় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় তাদের অবদান অব্যাহত রাখার জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে সেনাবাহিনীর এই ভূমিকা আরও সুসংগঠিত করা প্রয়োজন। এর মধ্যে একটি স্পষ্ট কমান্ড কাঠামো এবং সব বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমি জাতির কাছে এমন একটি নির্বাচন উপহার দেওয়ার অঙ্গীকার করেছি, যা ভোটারদের অংশগ্রহণ, নতুন ও নারী ভোটারের উপস্থিতি, নিরাপত্তা এবং গণতন্ত্র ও আইনের শাসনের দিক থেকে একটি দৃষ্টান্ত স্থাপন করবে।’

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান উপদেষ্টাকে সরকারের সব উদ্যোগ ও কর্মসূচি সফল করতে সেনাবাহিনীর পূর্ণ প্রতিশ্রুতি নিশ্চিত করেন। একইসঙ্গে তিনি গুজব ও ভুল তথ্যে মনোযোগ না দেওয়ার আহ্বান জানান।

Check Also

দিল্লীতে শেখ হাসিনা-এস আলম গোপন বৈঠক, আ.লীগকে ফেরাতে নীলনকশা

ঘোষণা ডেস্ক : আওয়ামী লীগকে আবার ক্ষমতায় ফেরাতে দেশের বাইরে থেকে ফ্যাসিস্ট হাসিনা ও তার …