
নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সাংবাদিক পরিচয়ে প্রতারণা ও দালালি করতে গিয়ে মো. শফিকুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ২০০ টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম এই দণ্ড প্রদান করেন। তিনি বলেন, পাসপোর্ট অফিসে দালাল ও প্রতারণা প্রতিরোধে এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
পাসপোর্ট অফিস সূত্রে জানা যায়, শফিকুর রহমান নিজেকে আমাদের জাগরণ নামের একটি পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে ৪জন অপরিচিত ব্যক্তির কাছ থেকে অর্থের বিনিময়ে অবৈধভাবে পাসপোর্ট করানোর চেষ্টা করছিলেন। এ সময় তাকে হাতেনাতে ধরা হয়।
ঘটনার বিষয়ে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক শামীম আহমদ বলেন, পাসপোর্ট অফিসে কোনো ধরনের দালালচক্র বা প্রতারণার সুযোগ নেই। তারপরও কিছু অসাধু ব্যক্তি নানা পরিচয়ে এসে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। আমরা এমন কাউকে কোনোভাবেই ছাড় দিচ্ছি না। আজকের ঘটনাতেও ওই ব্যক্তি সাংবাদিক পরিচয় ব্যবহার করে প্রতারণা করার চেষ্টা করেছিলেন। আমাদের কর্মকর্তারা বিষয়টি সঙ্গে সঙ্গে ধরতে পারেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন।
তিনি আরও বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে পাসপোর্ট অফিসকে দালালমুক্ত ঘোষণা করা হয়েছে। আমরা এই নির্দেশনা বাস্তবায়নে অত্যন্ত কঠোর অবস্থানে আছি। এ কারণে প্রতিদিন অফিসে বাড়তি নজরদারি রাখা হচ্ছে। দালালদের কোনো প্রকার কর্মকাণ্ড বরদাশত করা হবে না।
উপ-পরিচালক শামীম আহমদ সাধারণ মানুষকে সতর্ক করে বলেন, পাসপোর্ট করতে কারও সহযোগিতা নেওয়ার প্রয়োজন নেই। সব প্রক্রিয়া এখন অনলাইনে এবং সরাসরি অফিসে সহজভাবে করা যায়। কেউ যদি দালালের কাছে যায়, তবে সে নিজেই ঝুঁকিতে পড়বে। তাই সাধারণ মানুষকে অনুরোধ করবো দালালের খপ্পরে না পড়ে সরাসরি অফিস থেকে সেবা গ্রহণ করুন।
তিনি যোগ করেন, আমাদের কর্মকর্তারা প্রতিদিন আন্তরিকভাবে কাজ করছেন। দালাল ও প্রতারক চক্র নির্মূলে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং পাসপোর্ট অফিস যৌথভাবে কাজ করছে। ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে।